Advertisment

আজ ও কাল ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। প্রতীকী ছবি।

হাঁসফাঁস গরম থেকে খানিকটা স্বস্তি পেল দক্ষিণবঙ্গ। শনিবার দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির জেরে দহনজ্বালা অনেকটাই কমল। এদিকে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। যার জেরে প্যাচপ্যাচে গরম থেকে বঙ্গবাসী অনেকটাই রেহাই পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisment

আরও পড়ুন: গরম থেকে রেহাই, কলকাতায় স্বস্তির বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও কলকাতার আকাশ আংশিক মেঘলা। অন্যদিকে, সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বাড়িতে বউয়ের কাছেও এবার মার খাবে পুলিশ: দিলীপ ঘোষ

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০০১.৯ মিমি।

উল্লেখ্য, এ বছর স্বাভাবিক সময়ের পরে এ রাজ্যে বর্ষা ঢুকেছে। কিন্তু বাংলায় পা রাখার পরই দুর্বল হয়ে পড়েছে বর্ষা। যার জেরে এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। গরমের দাপটে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকায় হিমশিম খেয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গে বর্ষায় এখনও পর্যন্ত ভাল বৃষ্টি হয়েছে।

rain weather kolkata news Weather Report
Advertisment