ফেব্রুয়ারি মাস যত এগোচ্ছে, শহরে ক্রমশ ফিকে হচ্ছে শীতের আমেজ। শীতের বিদায়বেলায় শহরে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ ও কাল কলকাতা-সহ রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন, আজ ও কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় সম্ভাবনা ক্ষীণ
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্র ও শনিবার রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।’’ বৃষ্টির জেরে তাপমাত্রার কি হেরফের হবে? জবাবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন, ‘‘তাপমাত্রা বাড়বে, ১৭-১৮ ডিগ্রি ছোঁবে পারদ।’’
আরও পড়ুন, মুকুলকে ৭ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না, পুলিশ তলব করলে হাজিরা দিতে হবে: হাইকোর্ট
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ, ন্যূনতম ৩৪ শতাংশ।
উল্লেখ্য, গত সপ্তাহে বিহারে ঘূর্ণাবর্তের জেরে এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। কলকাতায় বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। ১০ তারিখের পর সামান্য পারদ নামলেও তা স্থায়ী হয়নি। গত সপ্তাহেও কলকাতার পারদ ঊর্ধ্বমুখী ছিল।