Advertisment

আজ ও কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় সম্ভাবনা ক্ষীণ

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের একটা-দুটো জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। প্রতীকী ছবি।

ফেব্রুয়ারি মাস যত এগোচ্ছে, ততই উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। শীতের হাল্কা আমেজে জল ঢালতে আসছে বৃষ্টি। আজ ও কাল কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের একটা-দুটো জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন, শহরে শীতের কামব্যাক, এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি

অন্যদিকে, শুক্রবার ও শনিবার দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই শীতের মরশুমে তুষারপাতের স্বাদ পেয়েছেন দার্জিলিংবাসী।

আরও পড়ুন, মাঘের শীত উধাও! শহরে চড়ছে পারদ

বিহারে ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। তবে কলকাতায় কি বৃষ্টি হবে? জবাবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘কাল ও পরশু কলকাতায় সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে।’’ অন্যদিকে, আগামী কয়েকদিনে কলকাতায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন, ‘‘কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। ১০ তারিখের পর কিছুটা কমবে। ১৫ ডিগ্রির কাছে হয়তো থাকবে তাপমাত্রা। কাল-পরশু ১৭-১৮ ডিগ্রি হতে পারে।’’

আরও পড়ুন, মেরামতির জন্য চার দিন বন্ধ সাঁতরাগাছি ব্রিজ, কোন পথে গাড়ি?

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

rain weather
Advertisment