IMD Latest Weather Update: ২১ জুলাই তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? আজ দুপুরের পর 'ভয়ঙ্কর খেলা' শুরু!

IMD Latest Weather Update: আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। ওই দিন কলকাতা শহরে কেমন থাকবে আবহাওয়া? তুমুল বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা? রইল লেটেস্ট ওয়েদার আপডেট

IMD Latest Weather Update: আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। ওই দিন কলকাতা শহরে কেমন থাকবে আবহাওয়া? তুমুল বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা? রইল লেটেস্ট ওয়েদার আপডেট

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata rain, thunderstorm alert, Bengal weather update, IMD warning, yellow alert South Bengal, orange alert North Bengal, low pressure Bay of Bengal, Kolkata temperature today, Darjeeling weather, Shahid Diwas weather forecast, scattered rainfall Kolkata, heavy rain Bengal, gusty winds alert, July 2025 weather, Alipore Met office, Bengal storm alert

তুমুল বৃষ্টিতে ২১ জুলাই ভাসবে কলকাতা?

Kolkata Weather Update: হঠাৎ বৃষ্টিতে ভিজল কলকাতা, দক্ষিণ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দফতরের। ভরা বর্ষায় বঙ্গোপসাগরের বুকে নতুন করে ফের এক নিম্নচাপ অঞ্চল তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে আবারও জোরালো দুর্যোগের আশঙ্কা বাড়ছে।

Advertisment

কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার বিকেলে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি মিললেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য জারি হয়েছে 'ইয়েলো অ্যালার্ট', এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের জন্য জারি হয়েছে 'অরেঞ্জ অ্যালার্ট'। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও 'ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া (৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতা শহরজুড়ে আকাশ মেঘলা থাকবে, কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনভর ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ১০০% এবং সর্বনিম্ন ৭৬%-এর আশেপাশে ঘোরাফেরা করেছে।

Advertisment

উত্তরবঙ্গের মধ্যে শনিবার সবথেকে বেশি গরম ছিল বাগডোগরায় (৩৭.১°C), এরপর রায়গঞ্জ (৩৫.৯°C), জলপাইগুড়ি (৩৫.৫°C) এবং মালদা (৩৫.২°C)। অন্যদিকে, উত্তরের সবথেকে ঠান্ডা ছিল দার্জিলিং (১৮.০°C), এরপর কালিম্পং (২০.৫°C), আলিপুরদুয়ার (২৪.০°C) এবং বালুরঘাট (২৫.৯°C)।আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস অনুযায়ী, ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। ওই দিন কলকাতা শহরে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলতে পারে।

হাওড়ার নাকের ডগায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, ছিটকে পড়লেন যাত্রীরা, হাসপাতালে হাহাকার

 

 

weather Alipore Weather Office Bengal Weather Kolkata Weather