/indian-express-bangla/media/media_files/2025/04/05/6O2f1EUigdvG293h8iN1.jpg)
প্রবল কম্পন, সুনামির সতর্কবার্তায় তীব্র আতঙ্ক, ভয়ের পরিবেশ
Kolkata News Live Updates: প্রথমে দুবার জোরালো কম্পন। রেশ কাটতেই না কাটতেই পরপর তিনটি আফটারশক। দুলে উঠল পৃথিবী। চরম আতঙ্কে হুলস্থূল। প্রাণ বাঁচাতে ছুট। রবিবার (২০ জুলাই, ২০২৫) রাশিয়ার কামচাটকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। সবচেয়ে জোরালো কম্পনটি তীব্রতা ছিল ৭.৪। ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যদিও এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির কোনও তথ্য নেই।
আগামীকাল ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। তার আগে একুশের প্রস্তুতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক, ওপর দিকে ধর্মতলার সভাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় দলীয় নেতৃত্বের সঙ্গে আগামীকালের মেগা মিছিলের আগে একপ্রস্থ আলাপ আলোচনা সারছেন মুখ্যমন্ত্রী। এদিকে অভিষেককে একবার ক্যামেরাবন্দি করতে গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মী সমর্থকদের মধ্যে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। সব মিলিয়ে আগামীকালের আগে একেবারে চনমনে তৃণমূল শিবির। ইতিমধ্যে জেলা থেকে হাজারে হাজারে কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। দলের তরফে কর্মী সমর্থকদের থাকা খাওয়ার সব রকমের ব্যবস্থা করা হয়েছে।
হাওড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ফোরশোর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপস্টে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই মিনি বাসের। দুর্ঘটনায় আহত ১২। তার মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাওড়ার ফোরশোর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ধর্মতলা থেকে দানেশ শেখ লেনগামী একটি যাত্রীবোঝাই মিনি বাস। রাস্তার ধারে থাকা একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে বাসের মধ্যে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। আহত হন বেশ কয়েকজন।
পাটনার হাসপাতালে গ্যাংস্টার খুনের ষড়যন্ত্রে ছক পুরুলিয়া জেল থেকেই? চাঞ্চল্যকর তথ্যে চোখ কপালে দুঁদে তদন্তকারীদের
২১ জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বেনজির আক্রমণ। ‘ইসলামিক রাষ্ট্র’ বানানোর চেষ্টা করছেন মমতা, বিস্ফোরক দাবি অসমের ডেপুটি স্পিকারের। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি অসম ও সমগ্র উত্তর-পূর্ব ভারতকে ‘ইসলামিক রাষ্ট্র’ বানাতে চাইছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহাবস্থানের পক্ষে সওয়াল করে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছেন"।
ওডিশার কোরাপুটে শনিবার গভীর রাতে NH-26-এ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত চারজন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ১১:৩০ নাগাদ হঠাৎ একটি মোটরবাইক দুই গাড়ির মাঝে চলে আসায় তীব্র সংঘর্ষ ঘটে। ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে একটি গাড়ি উলটে যায় এবং অন্যটি দুমড়ে-মুচড়ে যায়। একটি গাড়িতে থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি তিনজনকে কোরাপুট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় রবিবার সকালে আরও দুজনের মৃত্যু হয়।
২১ জুলাইয়ের আগেই হুঙ্কার! 'হাতের কবজি কেটে নেওয়ার' চরম হুঁশিয়ারি মদন মিত্রের
বড়সড় বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX) থেকে আটলান্টা অভিমুখে ওড়ার ঠিক পরপরই বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘটনার পরই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং বিমানটি নিরাপদে LAX-এ ফিরে আসে। দমকলের তৎপরতায় অবতরণের পরই ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
लॉस एंजिल्स अंतरराष्ट्रीय हवाई अड्डे (LAX) से अटलांटा जा रहे डेल्टा एयरलाइंस के एक विमान के उड़ान भरने के तुरंत बाद ही उसके इंजन में आग लग गई और उसे वापस अपने गंतव्य LAX पर इमरजेंसी लैंडिंग करनी पड़ी. लैंडिंग करते ही एयरपोर्ट के अग्निशमन दल ने इंजन में लगी आग को तुरंत बुझा दिया.… pic.twitter.com/LuKxjnHYXX
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) July 20, 2025
ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কবলে পড়ে পর্যটকবাহী একটি নৌকা উল্টে যাওয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৪ জনের। এখনও নিখোঁজ রয়েছেন বহু পর্যটক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আকস্মিক ঝড় এবং ভারী বৃষ্টির জেরে উত্তাল হয়ে ওঠে সাগর। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়।
রাতের শহরে চাঞ্চল্য! গেস্ট হাউস ঘিরে ফিল্মি কায়দায় রুদ্ধশ্বাস তল্লাশি, চন্দন মিশ্র খুনে আটক আরও ৫
২১ জুলাই আগে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক! বিজেপির ‘E-square’ ফর্মুলার তীব্র সমালোচনা
-
Jul 20, 2025 12:46 IST
West Bengal news Live Updates: বিজেপির খেজুরি জয়
শাসকদলের চোখ রাঙানি উপেক্ষা করে খেজুরী বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের "চৌদ্দচুল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির" নির্বাচনে ৯টি আসনের সবকটিতেই বিপুল ভোটে জয়লাভ করলো বিজেপি সমর্থিত প্রার্থীরা।
-
Jul 20, 2025 10:36 IST
West Bengal news Live Updates: নৌকা উল্টে মৃত্যু ৩৪ জনের
ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কবলে পড়ে পর্যটকবাহী একটি নৌকা উল্টে যাওয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৪ জনের। এখনও নিখোঁজ রয়েছেন বহু পর্যটক।
-
Jul 20, 2025 10:35 IST
West Bengal news Live Updates: ২১ জুলাইয়ের আগে খুন তৃণমূল নেতা
বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। তাকে লক্ষ্য করে তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা সেখ। তিনি বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। জানা গিয়েছে শনিবার রাত ৮ টা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসে ছিল বাইতুল্লা সেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারে। সেই বোমায় গুরতর জখম হন বাইতুল্লা সেখ। তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা কী উদ্দ্যেশে বোমা মেরে খুন করল সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ।