Advertisment

RG Kar Incident Kolkata: মেয়ের মৃত্যুতে পথে নেমে প্রতিবাদ! আরজি কর কাণ্ডে হুঙ্কার ছুঁড়লেন নির্যাতিতার মা-বাবা

আন্দোলনরত এক জুনিয়ার ডাক্তার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "নির্যাতিতার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। এর কোনো বিকল্প হতে পারে না।"

author-image
IE Bangla Web Desk
New Update
Protest over Kolkata trainee doctor's murder

কলকাতা: বৃহস্পতিবার, 22 আগস্ট, 2024, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষিত ও খুনের অভিযোগ করা স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তারের বিচারের দাবিতে লোকেরা একটি প্রতিবাদ মিছিলে অংশ নেয়। (পিটিআই ছবি)

Kolkata doctor rape-murder case: তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকরা আন্দোলন করছেন। প্রতিবাদে গর্জে উঠেছে শহর থেকে জেলা। দোষীর শাস্তির দাবিতে গর্জে উঠেছেন সমাজের সকল স্তরের মানুষ। টানা ১৬ দিন চিকিৎসকদের কর্মবিরতির জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে রোগী ও তাদের পরিবারকে। সুপ্রিম কোর্টের তরফেও জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়েছে। তবে চিকিৎসকরা তাদের দাবিতে অনড়। সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সিনিয়র চিকিৎসকরা রোগী দেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আন্দোলনরত এক জুনিয়ার ডাক্তার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "নির্যাতিতার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। এর কোনো বিকল্প হতে পারে না।"

Advertisment

শুক্রবার কলকাতায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) অফিসে গিয়ে তদন্তের গতিপ্রকৃতি জানার চেষ্টা করেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। সিবিআইয়ের তরফে তাদের জানানো হয়, তদন্ত চলছে আদালতের নজরদারিতে। বিষয়টি বিচারাধীন। তাই এ বিষয়ে কিছু জানানো যাবে না। এর পরেই আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানিয়ে দেন, তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।

<  Assam Gangrape: নাবালিকাকে গণধর্ষণ, পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা, মৃত্যু অভিযুক্তের  >

এদিকে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গতকাল শিয়ালদহ আদালতে পেশ করার পর তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে নির্যাতিতার পরিবারের তরফে সিবিআই তদন্তে তাদের আস্থা প্রকাশ করে উল্লেখ করা হয়েছে তারা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে পারেন।

উল্লেখ্য গত ৯ আগস্ট হাসপাতালের সেমিনার রুম থেকেই উদ্ধার করা হয় ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ। মৃত চিকিৎসকের বাবা গতকাল সাংবাদিকদের বলেন, “শুরু থেকেই আমরা অনুভব করেছি ( রাজ্য) প্রশাসন এবং পুলিশ কাউকে আড়াল করা চেষ্টা করছে। কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কারণ কোন একজন ব্যক্তি্র পক্ষে এই ধরনের অপরাধ ঘটানো সম্ভব নয়"। তিনি আরও দাবি করেছেন, "কলকাতা পুলিশ এই মামলায় আমাদের উল্টোপথে চালনার চেষ্টা করেছে। সিবিআই তদন্তের উপর আমাদের পূর্ণ আস্থা আছে,"।

< RG Kar Case: ফের CBI দফতরে সন্দীপ ঘোষ, আরজি কর কাণ্ডের তদন্তে বিরাট ব্রেকে মরিয়া কেন্দ্রীয় সংস্থা! >

RG Kar Medical College Doctors Death
Advertisment