Advertisment

RG Kar Case: ফের CBI দফতরে সন্দীপ ঘোষ, আরজি কর কাণ্ডের তদন্তে বিরাট ব্রেকে মরিয়া কেন্দ্রীয় সংস্থা!

RG Kar Incident-CBI-Sandip Ghosh: এই নিয়ে টানা ন'দিন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে ৮ দিন রোজ ১০-১২ ঘণ্টা করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। গতকালই সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। সেই সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case, sandip ghosh cbi interogation is now on 9 consecutive days, আরজি কর, সন্দীপ ঘোষ, সিবিআই

RG Kar Case: ফের সিবিআই দফতরে সন্দীপ ঘোষ।

Kolkata Doctor Rape and Murder Case: ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ন'দিন। আবারও আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রশ্নবানের মুখে সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনায় আষ্ঠেপৃষ্ঠে সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে। সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদে থাকাকালীন হাসপাতালে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গোটা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisment

সেইমতো জোরদার তৎপরতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় সংস্থা। শনিবার এই নিয়ে টানা ন'দিন সিবিআই দফতরে সন্দীপ ঘোষ। এদিন সকাল সাড়ে ন'টার পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। গত কয়েকদিনে রোজ ১০ থেকে ১২ ঘণ্টার বেশি সময় ধরে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ ঘোষ।

আরজি কর কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ ছাড়াও ধৃত সঞ্জয় রায় সহ আরও কয়েকজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। আরজি কর কাণ্ডের নেপথ্যের সত্যিটা জানতে এবার সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়দের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে।

আরও পড়ুন- আরজি কর কাণ্ডের প্রতিবাদ, মঙ্গলে নবান্ন অভিযানের ডাক, আজ লালবাজার, নেপথ্যে কারা জানেন?

সন্দীপ ঘোষকে প্রতিদিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাচ্ছে সিবিআই। এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা সিজিও কমপ্লেক্সে ভাড়ার গাড়িতে পৌঁছে যাচ্ছেন সন্দীপ ঘোষ। তারপর দিনভর চলছে জিজ্ঞাসাবাদ। সন্দীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তবে সূত্রের খবর, আটঘাট বেঁধেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। সন্দীপের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এবার আরও জোরালো হয়েছে। অন্যদিকে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতেও তারই দিকে অভিযোগের আঙুল উঠেছে। তাই তাড়াহুড়ো না করে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করছে সিবিআই, এমনই মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন- আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই! রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন- Kolkata Junior Doctor rape-murder: আরজি কর-এ চিকিৎসক হত্যাকাণ্ডে বিরাট অস্ত্র সিবিআইয়ের হাতে, পলিগ্রাফ টেস্টেই বাজিমাত?

RG Kar Medical College sandip ghosh cbi
Advertisment