Advertisment

Kolkata Shootout: খাস কলকাতায় শুটআউট, গুলিবিদ্ধ যুবক ভর্তি হাসপাতালে

Kolkata Shootout: স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা শহরের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে রাতের শহরের নিরাপত্তা নিয়েও। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
miscreants tried to looth and open fired at kolkata tollygunge lake avenue, কলকাতায় ফের চলল গুলি

প্রতীকী ছবি।

Kolkata Shootout: খাস কলকাতায় শুটআউট। শুক্রবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে এক যুবক কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।

Advertisment

শুক্রবার গভীর রাতে পার্ক স্ট্রিট থানা এলাকার সংযোগস্থলে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে এই গুলির লড়াইকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন এক যুবক।

তড়িঘড়ি তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। পুলিশ গুলিবিদ্ধ যুবকের বয়ান রেকর্ড করেছে। তারই ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন- TMC-Lok Sabha Election 2024: ৪ কেন্দ্রের ৭ এলাকায় ১ লক্ষের বেশি লিড, কোন ‘জাদু’তে প্রতিপক্ষকে ধুলোয় মেশাল তৃণমূল?

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা শহরের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে রাতের শহরের নিরাপত্তা নিয়েও। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

police kolkata news Shootout
Advertisment