বেশ কিছুদিন বৃষ্টি আর এমুখ হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে নিত্যদিন বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বাড়ার সঙ্গে আগামীদিনে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এই রেশ আপাতত থাকবে আগামী বেশ কিছুদিন। অর্থাৎ, প্যাচ প্যাচে গরম ও চাঁদিফাটা রোদে পুড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের জেরে পাঁচ দশকের মধ্যেই হারিয়ে যেতে পারে সুন্দরবনের রাজা
তবে সুখবর রয়েছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং,আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুই-দিনাজপুর ও মালদার অবস্থা দক্ষিণবঙ্গের মতোই। কলকাতা সহ দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর , হাওড়া, হুগলী, নদীয়ায় সাধারাণ তাপমাত্রার থেকে ২-৩ ডিগ্রি তাপ থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা দিয়ে তাপ প্রবাহ বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার পাশাপাশি গরমে নাজেহাল অবস্থা বাংলার বিভিন্ন জেলা। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। বর্তমানে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে, পুরুলিয়ায় পারদ ছুয়েছে ৩৯.৭ ডিগ্রিতে।