গতকাল রাত থেকে বৃষ্টি কমলেও শহর কলকাতা এবং লাগোয়া এলাকাগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু শনিবার সকালেও ছিল জলের তলায়। শনিবার সকালেও রীতিমতো হাঁটু-গোড়ালি ডোবা জল কলকাতার একাধিক রাস্তায়।
এদিন সকাল থেকে কলকাতার আকাশের চিত্রটা কিছুটা বদলালেও VIP রোডের জল-ছবি ছিল গতকালের মতোই। হলদিরাম মোড় অর্থাৎ এয়ারপোর্ট থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার রাস্তার একাংশ এদিন সকালেও জলের তলায়। রীতিমতো হাঁটু জল ওই রাস্তায়। ঠিক উল্টো দিকের উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তার একাংশও ছিল জলের তলায়।
জলমগ্ন রাস্তায় দিয়ে অত্যন্ত ধীর গতিতে চলছে যাতায়াত। বাইক-স্কুটি যাতায়াতের ক্ষেত্রে রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে ওই রাস্তায়। শনিবার সকালেও কৈখালির VIP রোডে জল-যন্ত্রণার ছবিটা রীতিমতো অস্বস্তির। ওই এলাকা দিয়ে যাতায়াতে নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবারও কলকাতা শহরের দিকে দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালের চেয়ে বৃষ্টির দাপট কমলেও শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মহানগরীতে।
আরও পড়ুন- Kolkata weather Update:পরপর নিম্নচাপ, লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা?
সুতরাং জলমগ্ন পরিস্থিতিতে কলকাতায় বৃষ্টি নতুন করে বাড়লে পরিস্থিতি যে আরও ভয়াবহ হতে পারে তা বলার অপেক্ষায় রাখে না। জমা জল সরাতে রীতিমতো তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন পুর-কর্মীরা।