Kolkata Weather Update July 26, 2025: লাগাতার বৃষ্টিতে হাবুডুবু অবস্থা তৈরি হয়েছিল কলকাতার দিকে দিকে। বিভিন্ন এলাকায় জল জমে প্রতি বারের চেনা দুর্ভোগের সেই ছবি ফিরেছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলায় জেলায় নিচু এলাকাগুলিতেও জল জমেছে। আজ উইকেন্ডেও বৃষ্টি চলবে শহর থেকে জেলা সর্বত্র। তবে বৃষ্টির সেই দাপট অবশ্য কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও আগামী মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার রাত থেকে শহর কলকাতাতেও দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবারও দিন ভর দফায় দফায় বৃষ্টির চলেছে কলকাতা শহরে। লাগাতার বৃষ্টির জেরে শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতার পাশাপাশি লাগোয়া সল্টলেকের বহু এলাকা জলের তলায়। বেশ কিছু জায়গায় পাম্প লাগিয়ে জল বের করার কাজ করছেন পুরকর্মীরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শনিবারও কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকালের চেয়ে বৃষ্টির দাপট কিছুটা কমবে।
আরও পড়ুন- তৃণমূল চালিত পুরসভায় কিছুতেই কাটছে না অচলাবস্থা, আসরে এবার শীর্ষ নেতৃত্ব?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি ডুয়ার্সের জেলাগুলিতেও দফায় দফায় ভারী বৃষ্টি হবে। এই ভারী বৃষ্টির জেরে পাহাড়ি পথে ধ্বস নামার আশঙ্কাও করা হচ্ছে।
আরও পড়ুন- Cyber crime: সূত্রের খবরে দুরন্ত অভিযান! আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের ৩ পান্ডা গ্রেফতার