West Bengal Weather: নিম্নচাপের বৃষ্টিতে নাস্তানাবুদ শহর থেকে জেলা, রাস্তা যেন নদী, দক্ষিণবঙ্গে 'রেড অ্যালার্ট'

Kolkata Heavy Rain Alert: সোমবার রাত থেকে কলকাতা শহরের দিকে দিকে প্রবল বৃষ্টি। জলমগ্ন শহরের বিস্তীর্ণ প্রান্ত।

Kolkata Heavy Rain Alert: সোমবার রাত থেকে কলকাতা শহরের দিকে দিকে প্রবল বৃষ্টি। জলমগ্ন শহরের বিস্তীর্ণ প্রান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather,  Heavy Rain,  Red Alert,  Low Pressure Area,  Thunderstorm  ,Lightning,  Gusty Winds  ,Flooded Roads  ,Waterlogging,  Disrupted Transport,  South Bengal  ,Severe Weather Warning,কলকাতা আবহাওয়া  ,প্রবল বৃষ্টি  ,রেড অ্যালার্ট  ,নিম্নচাপ , বজ্রঝড়  ,বিদ্যুৎ চমক,  ঝোড়ো হাওয়া,  জলমগ্ন রাস্তা  ,জলাবদ্ধতা  ,যান চলাচল ব্যাহত,  দক্ষিণবঙ্গ,  মারাত্মক আবহাওয়ার সতর্কতা

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহর। দিকে দিকে জল-যন্ত্রণা! এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

HeavyRain-Red Alert: সোমবার রাত থেকেই শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশজুড়ে নিকষ কালো মেঘে ঢাকতে শুরু করে। শুরু হয় টানা বৃষ্টি। সময় যত এগিয়েছে বেড়েছে বৃষ্টির পরিমাণ। গতরাতে রেকর্ড বৃষ্টি কলকাতা শহর থেকে জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকে দিকে দিকে জলমগ্ন এলাকার ছবি সামনে আসতে শুরু করে।

Advertisment

পরিস্থিতি এমনই যে পুজোর মাত্র কয়েকদিন আগে গোটা দক্ষিণবঙ্গজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘভাঙা বৃষ্টিপাতের আশঙ্কা বাড়ছে। 

কলকাতা শহরের দিকে দিকে জল। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত কলকাতা শহরে রেকর্ড বৃষ্টি হয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কামডহরি এলাকায়, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪৫ মিলিমিটার। এরই পাশাপাশি মানিকতলায় ১৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতায় গত পাঁচ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি, উত্তর কলকাতায় এই বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ মিলিমিটার। 

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: 'নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি', বৃষ্টি-বিপর্যয়ে পুজো উদ্বোধন বাতিল মমতার

এক কথায় কসবা থেকে সাদার্ন অ্যাভিনিউ রাস্তা যেন নদী। দিকে দিকে জল। জল ঢুকেছে বহু দোকান, বাড়িতে, গ্যারেজে। পুজোর মুখে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্রস্তুতি, লাটে উঠেছে পুজোর বাজার।

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থেকে শুরু করে বিজয়গড়, শক্তিগড়, যোধপুর পার্ক দিকে দিকে জল। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল জলমগ্ন, জল ঢুকেছে এসএসকেএম হাসপাতালেও। একই পরিস্থিতি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালেও।

আরও পড়ুন-Durga Puja 2025:ইংরেজদের আগুনেও থামেনি ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো, এক কাঠামোর প্রতিমায় খদিত আড়াইশো বছরের ইতিহাস

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং সংলগ্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

weather Bengal Weather Forecast Kolkata Weather Heavy Rainfall