Today's weather update: দুপুরের পর আবহাওয়ার ম্যাজিক বদল, পুজোর আগে প্রবল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Today's weather update: হাতে গোণা আর মাত্র কটা দিন বাকি! জোরকদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে...

Today's weather update: হাতে গোণা আর মাত্র কটা দিন বাকি! জোরকদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে...

author-image
IE Bangla Web Desk
New Update
"Kolkata, IMD, Weather Update Today, Air Quality Index, Kolkata AQI, IMD, weather update, West Bengal Weather Update, Kolkata Weather Today, Kolkata Weather, West Bengal Weather, 21 July Weather Update Kolkata, Rainfall, Kolkata Weather Today, কলকাতা, আইএমডি, ওয়েদার আপডেট টুডে, এয়ার কোয়ালিটি ইনডেক্স, কলকাতা একিউআই, আইএমডি, ওয়েদার আপডেট, পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট, কলকাতা আবহাওয়া আজ, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গ আবহাওয়া"

পুজোর আগে প্রবল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Kolkata Weather: হাতে গোণা আর মাত্র কটা দিন বাকি! জোরকদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে মণ্ডপের সাজসজ্জায় নিয়ে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তাদের। উল্লেখ্য, এ বছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ২ অক্টোবর পর্যন্ত।

Advertisment

দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। এসব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরো সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। 

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কিছুদিন ভারী বৃষ্টির (৭-১১ সেমি পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে।

Advertisment

কলকাতায় আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

শুধু প্যান্ডেল নয়, বৃষ্টি প্রভাব ফেলেছে পুজোর বাজারে। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান সহ বড় বাজারগুলিতে ক্রেতার সংখ্যা কমেছে। দোকানদারদের আশঙ্কা, উৎসবের আগে বৃষ্টি অব্যাহত থাকলে এবারের বিক্রি আগের বছরের তুলনায় কম হতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য বলছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষত আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত পাহাড়ি ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাই সবথেকে বেশি প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে  আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে বাড়বে গরম ও অস্বস্তি।  রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা হ্রাস পাবে।

আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন- 'দাগি' প্রার্থীদের নিয়েই রবিবারের পরীক্ষা! রয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর আত্মীয়, 'বোমা ফাটালেন' শুভেন্দু

Kolkata Weather Bengal Weather Alipur weather Office Alipore Weather Office weather