West Bengal News Highlights: প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ, শোকে বিহ্বল মমতা ঘনিষ্ঠ মন্ত্রী

West Bengal News Updates 7 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 7 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates SSC EXAM: প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (WBCUPA)-এর সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণকলি বসু। তিনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করতেন। বেশ কয়েক বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। বিগত সাতদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে তাঁকে  ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষমেষ রবিবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যার্থ করে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা মহলে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক শ্রীমতী কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

Advertisment

শেষ  হল এসএসসি নবম -দশমের পরীক্ষা। চাকরি প্রার্থীরা জানিয়েছেন পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। প্রশ্নপত্রের সঙ্গে OMR সিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। সিংহভাগ পরীক্ষার্থীরা এসএসসির স্বচ্ছতা নিয়ে সংশয়ে রয়েছেন। আশা ও নিরাশার দোলাচলে পরীক্ষা শেষ হলেও কতটা স্বচ্ছভাবে নিয়োগ করবে কমিশন তা সময়ই বলবে। 

ফের বিতর্কে ‘বেঙ্গল ফাইলস’! ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না রাজ্যে এমনই অভিযোগে তৃণমূলকে নিশানা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। বিজেপির রাজ্য দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে ‘বেঙ্গল ফাইলস’ ছবির রিলিজ করতে বারণ করেছে সরকার। অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। গবেষণা ভিত্তিক কাজ সবার কাছে পৌঁছনো উচিত ছিল। এখন সিনেমা দেখার জন্য অন্য রাজ্যে যেতে হবে।’ যদিও রূপার অভিযোগের ভিত্তিতে পালটা সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, উনি নিজের বাড়ির বৈঠকখানায় বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করে ছবি দেখুন ও দেখান। এর সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূলের কোন সম্পর্ক নেই। যদি হল মালিক, ডিস্ট্রিবিউটাররা মনে করেন বাংলা নিয়ে বিকৃত কিছু দেখাবেন না সেটা তাদের সিদ্ধান্ত"। সুরাটের হলের ছবি দেখেছেন? সিটের পর সিট ফাঁকা। একেবারে ফ্লপ চতুর্থ শ্রেণির সিনেমা"।  

Advertisment

আরও পড়ুন- এভাবে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ 'লাইভ' দেখুন, মোবাইলেও দেখা যাবে 'ব্লাড মুন'

ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ থেকে বেনজির হুঁশিয়ারি দাপুটে তৃণমূল নেতার। তোলপাড় ফেলা মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শোরগোল। মালদহের মালতিপুর বিধানসভার এনায়েতনগরে ব্লকে তৃণমূলের তরফে বাঙালি হেনস্থা নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে গলায় অ্যাসিড ঢেলে দেওয়ার নিদান তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সীর। বিজেপি করলে সামাজিক ভাবে বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঠিক কী বলেছেন তিনি?  শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম না করেই অভিযোগ করে বলেন, যে বিজেপি বিধায়ক বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, তাঁর গলায় এমনভাবে অ্যাসিড ঢালা উচিত যাতে কথাবলা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে পেটানোর হুমকিও দিয়েছেন তিনি।

রবিবার অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশন (SSC)-র পরীক্ষার আগে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার।  রবিবারের পরীক্ষাকে স্রেফ প্রহসন হিসাবেই দেখছেন শুভেন্দু অধিকারী। শনিবার তিনি অভিযোগ করেন, “ মোট ১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা 'দাগি' ছিল। এর মধ্যে ১৮০৬ জনের নাম ঘোষণা হয়েছে। কিন্তু ১৫২ জন 'দাগি'কে পরীক্ষায় বসানো হচ্ছে। এদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও রয়েছেন। ত্রুটিযুক্ত এই পরীক্ষা একেবারেই 'প্রহসন'।” একই সঙ্গে পরীক্ষার আগে প্রশ্ন বিক্রির অভিযোগ তুলে রাজ্য-রাজনীতিতে কার্যত তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। 

শুভেন্দুর দাবি, পরীক্ষাকেন্দ্রে অর্থের বিনিময়ে তৃণমূল নেতারা পুলিশকে সঙ্গে নিয়ে ‘৯ বছর পরে প্রহসনের পরীক্ষা’ করতে চলেছেন।” পাশাপাশি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি ও প্রাইমারি পরীক্ষা হবে বলেও দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।  

আরও পড়ুন-সিঙ্গুরের ক্ষতে প্রলেপ! বাজারে আসছে একলাখি চারচাকা! 'ন্যানো'র বিকল্পের বিরাট ঘোষণা হগলিতেই

অন্যদিকে, রাজ্য সরকার ও এসএসসি-র  তরফে পরীক্ষার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন বলে জানানো হয়েছে। শুভেন্দুর এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির উদ্দেশ্য শুধুমাত্র মানুষের মনে ভয় ঢোকানো। এসএসসি চেয়ারম্যানও দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ মেলেনি। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে, “শুভেন্দু অধিকারী বারবার মিথ্যা কথা বলে মানুষের মনে সংশয় তৈরি করছেন। আজও তিনি নতুন অভিযোগ তুলেছেন, কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারেননি।” 

আরও পড়ুন- দাপুটে তৃণমূল নেতা গ্রেফতারিতে তুমুল চাঞ্চল্য, ফের প্রাতিষ্ঠানিক খুনের ভয়ঙ্কর অভিযোগ

এদিকে রবিবারের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন বলে এসএসসি-র তরফে জানানো হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে। মহিলা প্রার্থীদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকবে যেখানে মহিলা কর্মীরা তল্লাশি চালাবেন। পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। শুধু স্বচ্ছ ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র, কলম এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন- অসাধ্য সাধন কলকাতার হাসপাতালের, জটিল হার্টের চিকিৎসায় প্রাণ বাঁচল ৯ বছরের বালকের

প্রশ্নপত্র সকাল ১০টা ৩০ মিনিটে সিল করা খামে কেন্দ্রে পৌঁছবে এবং ঠিক দুপুর ১২টায় তা খোলা হবে। এরপর পরীক্ষা শুরু হলে আর কোনও প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওএমআর শিটের ১ থেকে ৫ নম্বর স্থানে সঠিকভাবে পূরণ না করলে উত্তরপত্রে বাতিল হয়ে যাবে। তবে পরীক্ষার্থীরা নিজেদের কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে যে, পাশাপাশি বসা দুই প্রার্থীর প্রশ্নপত্র এক হবে না। উল্লেখ্য, এ বছর মোট ৩৫,৭২৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ২৩,৩১২টি নবম-দশম শ্রেণির জন্য এবং ১২,৫১৪টি একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। জুন মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, যা ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সময়মতো নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

  • Sep 07, 2025 16:29 IST

    West Bengali NEWS LIVE UPDATES: পুকুর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

    রঘুনাথগঞ্জের জরুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। রবিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম কায়েম শেখ (৩০)। তার বাড়ি জরুর গ্রামে। সকাল সকাল পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় পুলিসকে। পরিবারের লোকজনের দাবি, বালি ব্যবসায়ী ওই যুবককে খুন করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



  • Sep 07, 2025 09:28 IST

    West Bengali NEWS LIVE UPDATES: প্রাণ গেল এক পথচারীর

    বারুইপুরের বিশালক্ষী তলা এলাকায় ঘটেছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রের খবর, বছর পঞ্চাশের জয়ন্ত মন্ডল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি রেসিং বাইক তাকে ধাক্কা মারে। ধাক্কার ফলে জয়ন্ত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান।

    দুর্ঘটনার পর বাইক চালক পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে বাইকসহ ধরতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক চালককে আটক করে। গুরুতর অবস্থায় জয়ন্ত মন্ডলকে স্থানীয়রা বারুইপুর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।



  • Sep 07, 2025 09:27 IST

    West Bengali NEWS LIVE UPDATES: দাগি প্রার্থীদের নিয়েই SSC পরীক্ষা, বিস্ফোরক শুভেন্দু

    রবিবার অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশন (SSC)-র পরীক্ষার আগে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার।  রবিবারের পরীক্ষাকে স্রেফ প্রহসন হিসাবেই দেখছেন শুভেন্দু অধিকারী। শনিবার তিনি অভিযোগ করেন, “ মোট ১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা 'দাগি' ছিল। এর মধ্যে ১৮০৬ জনের নাম ঘোষণা হয়েছে। কিন্তু ১৫২ জন 'দাগি'কে পরীক্ষায় বসানো হচ্ছে। এদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও রয়েছেন। ত্রুটিযুক্ত এই পরীক্ষা একেবারেই 'প্রহসন'।” একই সঙ্গে পরীক্ষার আগে প্রশ্ন বিক্রির অভিযোগ তুলে রাজ্য-রাজনীতিতে কার্যত তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। 



  • Sep 07, 2025 09:27 IST

    West Bengali NEWS LIVE UPDATES: কেমন থাকবে পুজোর আবহাওয়া?

    হাতে গোণা আর মাত্র কটা দিন বাকি! জোরকদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে মণ্ডপের সাজসজ্জায় নিয়ে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তাদের। উল্লেখ্য, এ বছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ২ অক্টোবর পর্যন্ত।

    পড়ুন বিস্তারিত- প্রবল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?



  • Sep 07, 2025 09:25 IST

    West Bengali NEWS LIVE UPDATES: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল; মৃত্যু বাবা-মেয়ের

    রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক পরিবার। শুক্রবার গভীর রাতে টানা বৃষ্টিতে একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাশিপুর গ্রামের বাসিন্দা প্রভাত বাগদি (৩৫) এবং তাঁর পাঁচ বছরের মেয়ে পিউ বাগদির। গুরুতর আহত অবস্থায় প্রভাতের স্ত্রী সুমিত্রা বাগদি বর্তমানে জয়পুরের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একই ঘটনায় আরও চারজন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



  • Sep 07, 2025 09:24 IST

    West Bengali NEWS LIVE UPDATES: দলীয় কার্যালয় লাগোয়া ঘরেই চলত ভয়ঙ্কর যৌন নির্যাতন

    দলীয় কার্যালয় লাগোয়া ঘরেই চলত ভয়ঙ্কর যৌন নির্যাতন, বিরাট অভিযোগে গ্রেফতার TMC-র তিন ডাকাবুকো নেতা-কর্মী

    পড়ুন বিস্তারিত- তৃণমূল কার্যালয় লাগোয়া ঘরে দিনের পর দিন মহিলাকে শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ



  • Sep 07, 2025 09:23 IST

    West Bengali NEWS LIVE UPDATES: ন’বছর পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে পরীক্ষা, তৎপর প্রশাসন

    প্রায় ন’বছর পর স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে কমিশনের তরফে। জানা গিয়েছে, এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক দফতরের নম্বরও প্রকাশ করা হয়েছে।

    শুধু স্কুল সার্ভিস কমিশনই নয়, পরীক্ষার্থীদের অসুবিধা দূর করতে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকেও আলাদা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষার দিন যাতে কোনো পরীক্ষার্থী সমস্যায় না পড়েন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।



Suvendu Adhikari SSC recruitment WB SSC Scam CM Mamata banerjee