/indian-express-bangla/media/media_files/2025/07/27/rain-to-stay-in-bengal-till-july-31-2025-07-27-08-35-04.jpg)
ভয়ঙ্কর দুর্যোগের বিরাট আশঙ্কা!
Kolkata Weather Updates: কলকাতায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই মাঝেমধ্যেই বৃষ্টিতে ভিজেছে শহর ও সংলগ্ন জেলাগুলি। সকাল থেকে আকাশ মেঘলা। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ বিস্তার লাভ করে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে বাংলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এর ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ভারী বর্ষণ চলতে পারে বলে আশঙ্কা।
দক্ষিণবঙ্গের জন্য জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার কলকাতা-সহ একাধিক জেলায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের উঁচু জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের উত্তর উপকূলে সমুদ্র অত্যন্ত অশান্ত থাকবে বলেই পূর্বাভাস। তাই এই সময় পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।