/indian-express-bangla/media/media_files/2024/11/20/tbtWff2gByC1Ja6oWMUL.jpg)
Kolkata Weather Update:ফের নিম্নচাপের আশঙ্কা বাড়ছে।
Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আরও একটি নিম্নচাপ, আর তারই জেরে ফের একবার তুমুল ঝড়-জলের আশঙ্কা বাড়ছে বঙ্গে। আগামী ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আগামী ২৬ তারিখ অর্থাৎ শুক্রবার চতুর্থীর দিনে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার ফলে পুজোর মধ্যে ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একনাগাড়ে চলা রেকর্ড বৃষ্টির জেরে শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিতে হাবুডুবু পরিস্থিতি তৈরি হয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, সোমবার রাতে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে।
গত চার দশকের রেকর্ড ভেঙে কলকাতার রাজপথ থেকে শুরু করে অলিগলি দিয়ে নদীর মতো স্রোত বয়েছে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা ও অন্যান্য জেলায়। তবে এরই মধ্যে আরও একটি নিম্নচাপ ফণা তুলছে সাগরে।
ফের নিম্নচাপ :
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ২৬ তারিখ সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেটা হলে উৎসব শুরুর একেবারে মুখে আরও একবার টানা ঝড়-জল হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। রাজ্যের উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর:
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে। আগামী শুক্রবার অর্থাৎ পঞ্চমীর দিনে সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটা হলে দুর্গাপূজার আনন্দ ভেস্তে দিতে পারে অসুর রূপী বৃষ্টি। ষষ্ঠী থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ওড়িশা সংলগ্ন জেলা এবং উপকূলের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমা মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। নিম্নচাপের প্রভাব পড়তে পারে কলকাতা শহরেও।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে কিন্তু এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষভাগে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।