Kolkata weather report:বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা

25 August 2025 weather update West Bengal: সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিলেছে।

25 August 2025 weather update West Bengal: সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
আবহাওয়ার পূর্বাভাস,বৃষ্টিপাতের সতর্কতা,west bengal weather,আজ বাংলার আবহাওয়ার খবর,কলকাতার ওয়েদার আপডেট,আজকের কলকাতার আবহাওয়া,বজ্রবিদ্যুৎ, west bengal weather temprature, west bengal weather now, west bengal weather today,কলকাতা বৃষ্টি,কলকাতার তাপমাত্রা,Weather warning, আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ,Alipur weather Office,IMD alert,আবহাওয়ার পূর্বাভাস, ajker weather west bengal,Kolkata Weather,পশ্চিমবঙ্গের তাপমাত্রা,বাংলার আবহাওয়ার পূর্বাভাস, bengal weather,বাংলার আবহাওয়া,Thunderstorm, Ajker Kolkata weather, kolkata weather,Heat wave alert, Kolkata weather 22 May,ঝড়-বৃষ্টি, পশ্চিমবঙ্গের আবহাওয়া, bengal weather forecast, current weather,weather,পশ্চিমবঙ্গ আবহাওয়া,South Bengal rainfall,weather forecast west bengal,Rain forecast

Rain forecast: দিন কয়েকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।

Monsoon in West Bengal:এক নিম্নচাপের গেরো সরতে না সরতেই গোদের উপর বিষফোঁড়ার মতো বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও এক নিম্নচাপ। দ্বিতীয় এই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসতে বাংলা। আগস্টের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়বে। তবে আজ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

নতুন করে নিম্নচাপ দানা বাঁধতে পারে কবে?

Advertisment

আগে যে নিম্নচাপটির জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে, সেটি বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তীশগড়ের দিকে সরেছে। রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমেছে। সোমবার সকাল থেকে রোদের দেখা মিলেছে জেলায়-জেলায়।

তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ নতুন করে দানা বাঁধতে পারে। সাগরের বুকে সেই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আগস্টের শেষের দিকে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা।

Advertisment

আরও পড়ুন- Migrant Workers Death: কী ভয়ঙ্কর কাণ্ড! রেললাইনের ধার থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ, তুমুল চাঞ্চল্যে ব্যাপক শোরগোল

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আর একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে। আজ সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Post Office Savings Schemes: টাকা মার যাওয়ার কোন ভয় নেই, ভালো রিটার্নের ১০০ শতাংশ গ্যারান্টি, পোস্ট অফিসের এই স্কিমটি জানেন তো?

বেশি বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে।

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে আগস্ট মাসের একেবারে শেষের দু-তিন দিন ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আরও পড়ুন- Sudarsan Chakra: ‘সুদর্শন চক্র’-র সফল পরীক্ষা! প্রতিরক্ষা খাতে ভারতের শক্তিতে বুক কেঁপে উঠল বিশ্বের

কলকাতার ওয়েদার আপডেট

রবিবার দুপুরের পর থেকে শহর কলকাতাতেও বৃষ্টির দাপট কমেছে। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে কলকাতায় আকাশেও রোদের দেখা মিলেছে। দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আজ হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

আজও উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি মাসের শেষের দিকের ২-৩ দিন ফের একবার তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। 

weather rain Bengal Weather Forecast Kolkata Weather