/indian-express-bangla/media/media_files/2025/08/24/post-office-schemes-news-2025-08-24-13-41-48.jpg)
পাওয়া যাবে ভালো রিটার্ন
Post Office Savings Schemes: শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়েই ঝুঁকির। পাশাপাশি দিনে দিনে কমছে ব্যাঙ্কে সুদের হার। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন তাদের কষ্টার্জিত অর্থ কোথায় সুরক্ষিত ভাবে বিনিয়োগ করবেন? যেটি একদিকে যেমন নিরাপদ তেমনই পাওয়া যাবে ভালো রিটার্নও।
সাধারণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সরকার একটি নির্ভরযোগ্য স্কিম তৈরি করেছে—পোস্ট অফিস টার্ম ডিপোজিট (TD)। এই বিনিয়োগে শেয়ার বাজারের মতো কোনো ঝুঁকি নেই, কোনও মানসিক চাপও নেই। আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ এবং নির্দিষ্ট সুদ পাওয়া যায়।
পোস্ট অফিস TD-এর বড় সুবিধাগুলোর মধ্যে একটি হল অল্প পরিমাণেই বিনিয়োগ শুরু করা যায়। মাত্র ১,০০০ টাকা দিয়ে শুরু করা সম্ভব এবং কোনও সর্বোচ্চ সীমা নেই। সবচেয়ে বড় সুবিধা হল এই স্কিমটি পুরোপুরি সুরক্ষিত, অর্থাৎ আপনার টাকা কোনভাবেই মার যাবে না। উদাহরণস্বরূপ, ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মোট ৪,৪৯,৯৪৯ টাকা সুদ পাবেন। অর্থাৎ ৫ বছর শেষে মোট ১৪,৪৯,৯৪৯ টাকা হাতে আসবে।
এই স্কিমের আরেকটি সুবিধা হল কর ছাড় ও মাঝপথে তোলা সুবিধা। ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ধারা ৮০সি অনুযায়ী আয়কর ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, ৬ মাস পর যেকোনো কারণে টাকা প্রয়োজন হলে আপনি অনায়াসেই আপনার টাকা তুলে নিতে পারবেন। ৫ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণও সম্ভব।
অস্থির বাজারে নিরাপদ বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্ট অফিস TD স্কিম বিশেষভাবে তাদের জন্য যারা বিনিয়োগের মাধ্যমে শান্তিতে থাকতে চান। এখানে টাকা মার যাওয়ার কোন ভয় নেই,সেই সঙ্গে পান ভালো রিটার্নের ১০০ শতাংশ গ্যারান্টি।