/indian-express-bangla/media/media_files/2025/09/29/puja-2025-09-29-08-20-06.jpg)
Durga Puja 2025: অষ্টমী থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায়-জেলায়?
Durga Puja-Saptami Weather Update: আশঙ্কার কালো মেঘ সরিয়ে হাওয়া অফিসের স্বস্তির বার্তায় দুর্গাপুজোর ষষ্ঠীর রাত পর্যন্ত তেমন বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজই। নবমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আজ কেমন যাবে সপ্তমীর আবহাওয়া? অষ্টমী থেকেই বড়সড় হওয়া বদল? এসব নিয়ে রইলো আজকের ওয়েদার আপডেট।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর মধ্যেই অর্থাৎ আগামীকাল অষ্টমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি তৈরি হলে নবমীর দিন তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে জেলায় জেলায়। সেই নিম্নচাপের প্রভাবে শহর কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আজ সপ্তমীতে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?
জানা গিয়েছে, আজ সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। জানা গিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পশ্চিমের কয়েকটি জেলায়।
বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ সপ্তমীর দিন যারা কলকাতা শহরে ঠাকুর দেখার প্ল্যান করেছেন তাঁদের জন্য এটা বড়সড় স্বস্তির খবর।
অষ্টমীর দিন কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অষ্টমীর দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই জেলাগুলিতে অষ্টমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া ভালো আছে। আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে নবমীর পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।