Durga Puja 2025 Weather: ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির সম্ভাবনা! সপ্তমীর দুপুর গড়ালেই আবহাওয়ায় বড় বদল?

west bengal weather update 29 sep, 2025: সপ্তমীর সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় রোদ ঝলমলে আকাশ।

west bengal weather update 29 sep, 2025: সপ্তমীর সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় রোদ ঝলমলে আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
temperature  maximum & minimum  heat, hot  humid ,humidity,  rainfall ,rain  overcast ,cloudy  thunderstorm  sky, skies  weather update ,weather report,  forecast,তাপমাত্রা,  সর্বোচ্চ ও সর্বনিম্ন (sarboccho o sarbonimn)  ,গরম / তাপ, আর্দ্রতা ,বৃষ্টি / বর্ষণ,  আকাশ / মেঘলা,বজ্র / বাজপাড়া,আবহাওয়া রিপোর্ট, আবহাওয়া আপডেট, পূর্বাভাস,Spatami weather update,durga puja 2025 saptami weather update,durga puja 2025, দুর্গাপুজো ২০২৫,সপ্তমীর দিন কেমন থাকবে আবহাওয়া?weather today kolkata,আজকের কলকাতার আবহাওয়া,today weather,আজকের আবহাওয়া,weather in kolkata,কলকাতার আবহাওয়া,weather forecast kolkata,কলকাতার আবহাওয়ার পূর্বাভাস,weather forecast,আবহাওয়ার পূর্বাভাস

Durga Puja 2025: অষ্টমী থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায়-জেলায়?

Durga Puja-Saptami Weather Update: আশঙ্কার কালো মেঘ সরিয়ে হাওয়া অফিসের স্বস্তির বার্তায় দুর্গাপুজোর ষষ্ঠীর রাত পর্যন্ত তেমন বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজই। নবমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আজ কেমন যাবে সপ্তমীর আবহাওয়া? অষ্টমী থেকেই বড়সড় হওয়া বদল? এসব নিয়ে রইলো আজকের ওয়েদার আপডেট।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর মধ্যেই অর্থাৎ আগামীকাল অষ্টমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি তৈরি হলে নবমীর দিন তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে জেলায় জেলায়। সেই নিম্নচাপের প্রভাবে শহর কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন- মনস্কামনা করলে খালি হাতে কেউ ফেরেন না, প্রচলতি বিশ্বাস মেনে কাঁটাতার, ইনসাস উপেক্ষা করেই পুজোয় মাতেন দুপারের মানুষ

Advertisment

আজ সপ্তমীতে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া?

জানা গিয়েছে, আজ সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। জানা গিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পশ্চিমের কয়েকটি জেলায়।

আরও পড়ুন- 'বন্ধু' সজলের পাশে অর্জুন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধে প্রশাসনকে বেনজির হুঁশিয়ারি, রাজ্য-রাজনীতি কাঁপিয়ে দিলেন

বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ সপ্তমীর দিন যারা কলকাতা শহরে ঠাকুর দেখার প্ল্যান করেছেন তাঁদের জন্য এটা বড়সড় স্বস্তির খবর।

অষ্টমীর দিন কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অষ্টমীর দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই জেলাগুলিতে অষ্টমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-ডাকাবুকো তৃণমূল নেতার পুজো মণ্ডপে চলল তাণ্ডব, ছিঁড়ল ফ্লেক্স, কাপড়, তোলপাড় ফেলা ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া ভালো আছে। আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে নবমীর পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Kolkata Weather Bengal Weather Bengal Weather Forecast