/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-14-19-24.jpg)
'বন্ধু' সজলের পাশে অর্জুন
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে। ষষ্ঠীতে সাংবাদিকদের মুখোমুখি হয়েই হুঙ্কার বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তিনি বলেন, “ওই পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় মা-বোনদের সম্মান রক্ষা, সিঁদুরের লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। কিন্তু এখন সিঁদুরেরও রাজনীতিকরণ করা হচ্ছে। সজল ঘোষ বুক চিতিয়ে পুজো করুন। হাজার হাজার মানুষ পাশে আছে।”
গতকালই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'অনেকের হয়তো অপারেশন সিন্দুর সহ্য হচ্ছে না'। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগে গতকালই এক সাংবাদিক সম্মেলন থেকে কার্যত হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। বাংলার মাটিতে দুর্গাপুজো বন্ধের 'পুলিশি ষড়যন্ত্রের' বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবার পুজো বন্ধের আগুনে পরিণাম নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং।
১০ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা, তদন্ত কমিশন গঠন, পদপিষ্টের ঘটনায় রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক
আজ মহাষষ্ঠীতে ফের একাবার পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'এত অসভ্য পুলিশ দেখিনি। আমি যে কথা বলেছিলাম,লোক ঘোরানো হচ্ছে, মহম্মদ আলি পার্কের পুজোতেও একই আচরণ করা হয়েছে। আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো আয়োজকদের কাছে দায় চাপাবে। এক জন তৃণমূল নেতার পুজোয় ৫মিনিট ধরে লাইভ চলছে তার বেলা? প্রশ্ন বিজেপি নেতার।
এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বিতর্কের জেরে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিজেপি নেতা লিখেছেন, যেভাবে পশ্চিমবঙ্গ সরকার এ বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধনকৃত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো বন্ধ করার জন্য সমস্ত সম্ভব চেষ্টা করছে, তা চরম লজ্জাজনক। তৃণমূল নেতৃত্বাধীন মমতা প্রশাসন দেবী দুর্গার আরাধনায় বাধা দিচ্ছে। পুজো শুরু হওয়ার আগেই বাধা দেওয়ার চেষ্টা করা থেকে শুরু করে পরে ‘অপারেশন সিন্দুর’-এর লাইট-এবং-সাউন্ড শো-র বিরোধিতা, প্রতিটি পদক্ষেপই দেশের নাগরিকদের জাতীয় গর্ব থেকে বঞ্চিত করার সাক্ষ্য বহন করছে। কলকাতার রাস্তায় এমনভাবে ব্যারিকেড বসানো হচ্ছে যাতে মানুষ মন্ডপে যেতে না পারেন। দেবী দুর্গার আরাধনা বন্ধ করতে সরকার যে কাজ করছে তা অত্যন্ত লজ্জাজনক"।