Kolkata Weather Update:পুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, একটানা চলবে দুর্যোগ?

West Bengal Weather Forecast 9 September, 2025: পুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় জানুন লেটেস্ট ওয়েদার আপডেট।

West Bengal Weather Forecast 9 September, 2025: পুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় জানুন লেটেস্ট ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
ভাইফোঁটা আবহাওয়া ২০২৫,  West Bengal Weather Update,  Kolkata Rain Forecast,  দক্ষিণবঙ্গ বৃষ্টি,  ভাইফোঁটার দিনে বৃষ্টি  ,Sikkim weather  ,আলিপুর আবহাওয়া দফতর,  শীতের আগমন দেরি,  Rain in Bengal on Bhaiphonta,  Weather Report Today  ,WB weather forecast 23 October 2025,  Kolkata temperature today,  Winter update West Bengal

Kolkata Weather Forecast: পুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

Bengal Weather Update Today: দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপগুলি সাজিয়ে তোলার একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। প্রতিমা গড়ার করারও কাজেও শেষের পথে শিল্পীরা।

Advertisment

কিন্তু এরই মাঝে দিন কয়েকের বিরতি নিয়ে ফের কোমর বেঁধেছে বর্ষা। আগামী দিন পাঁচ-ছয়েক ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার পুজোর মুখে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিন পাঁচ-ছয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

Advertisment

বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে জানা গিয়েছে। পুজোর মুখে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোর আগে তিলোত্তমা মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াতে পারে।

আরও পড়ুন- Malda news: চরম কাণ্ড ঘটানোর আগে প্রেমিকাকে ভিডিও কল প্রেমিকের, পরের ঘটনা জানলে আঁতকে উঠবেন!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকে দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার! প্রতিবাদ করতেই হামলার হুমকি

Bengal Weather Forecast Bengal Weather Kolkata Weather