21 July Kolkata Weather Update: সকাল গড়ালেই কলকাতায় কাঁপানো ঝড়-বৃষ্টি? দুর্যোগ মাথায় নিয়েই তৃণমূলের ২১ জুলাই পালন?

West Bengal Weather Update 21 July 2025: আজও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ।

West Bengal Weather Update 21 July 2025: আজও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast west bengal,west bengal weather, west bengal weather today, west bengal weather now, ajker weather west bengal, west bengal weather temprature, west bengal weather in april, kolkata weather, Kolkata weather update, Kolkata weather 20 june, Kolkata temperature, current weather, Kolkata climate, weather forecast, bengal weather,bengal weather news, bengal weather forecast, bengal weather news today, kolkata weather today, kolkata weather now, Ajker Kolkata weather,monsoon,আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গের তাপমাত্রা,কলকাতার আবহাওয়া,কলকাতার ওয়েদার আপডেট,কলকাতার তাপমাত্রা,আবহাওয়ার পূর্বাভাস,বাংলার আবহাওয়া,বাংলার আবহাওয়ার খবর,বাংলার আবহাওয়ার পূর্বাভাস,আজ বাংলার আবহাওয়ার খবর,আজকের কলকাতার আবহাওয়া

Rainfall Forecast: আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

Kolkata Shahid Diwas 2025-Weather Update:মাঝে দিন কয়েক বৃষ্টি ব্রেক কষলেও চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের একবার গোটা রাজ্য জুড়ে বর্ষার জোরালো দাপট দেখা যাবে। আগামিকালই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বড়সড় হাওয়া বদলের সম্ভাবনা।

Advertisment

জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ কলকতার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। আজ দিনভর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

আজ সপ্তাহের প্রথম দিন সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৩ জুলাই থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ২৩ তারিখ থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কোনও কোনও জেলায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন- 21 July TMC Rally LIVE: 'মেগা একুশে' পাখির চোখ ২৬-এর নির্বাচন, মমতার 'আগুনে' ভাষণে নজর রাজ্যবাসীর

কলকাতার ওয়েদার আপডেট

সোমবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ধর্মতলায় আজ তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কলকাতা শহরে এসে ভিড় করেছেন শাসকদলের কাতারে কাতারে কর্মী-সমর্থকরা। তবে কলকাতা শহরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও হালকা বৃষ্টি হতে পারে মহানগরীতে। 

আরও পড়ুন- Congress Leader Passed Away: ২১ জুলাই ভোরে চরম দুঃসংবাদ, প্রয়াত রাজ্যের বর্ষীয়াণ রাজনীতিবিদ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। গতকাল রবিবারের পর আজ সোমবারেও উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। বৃষ্টির জেরে পাহাড়ি পথে ধ্বস নামার আশঙ্কাও রয়েছে।

Alipore Weather Office Kolkata Weather 21 July Shahid Diwas