IMD WEATHER FORECAST: সকাল থেকেই শুরু 'অ্যাকশন'! দুপুরের পরই আবহাওয়ার 'ম্যাজিক' বদল, কোন কোন জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা?

IMD WEATHER FORECAST: বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি! আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ১৪ আগস্ট পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

IMD WEATHER FORECAST: বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি! আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ১৪ আগস্ট পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
Sayan Sarkar
New Update
Kali Puja weather update  ,West Bengal rain forecast  ,South Bengal rainfall alert,  North Bengal weather,  Cyclone in Andaman Sea  ,Tamil Nadu coast cyclone,  IMD weather forecast,  Kolkata weather today  ,West Bengal Weather Update 21 October 2025,When will winter start in Bengal,  West Bengal weather news  ,Light rain after Kali Puja  ,Thunderstorm warning Bengal,  West Bengal cyclone alert,Todays wether update,kolkata weather today,আজকের আবহাওয়ার পূর্বাভাস,কালীপুজো আবহাওয়া আপডেট , পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস  ,দক্ষিণবঙ্গ বৃষ্টি  ,উত্তরবঙ্গ আবহাওয়া,  ঘূর্ণিঝড় আন্দামান সাগর,  তামিলনাড়ু উপকূল ঘূর্ণিঝড়,  হাওয়া অফিস পূর্বাভাস  ,কলকাতার আবহাওয়া,  কবে আসবে শীত,  weather update west bengal

দুপুরের পরই 'খেলা শুরু'

IMD WEATHER FORECAST: বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি! আকাশের মুখ ভার।  আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ১৪ আগস্ট পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

পাশাপাশি আগামী ১৫ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরবর্তী দুই দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

এই বৃষ্টিপাতের মূল কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, যা শুক্রবার নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে পৌঁছাবে। যদিও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবুও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার সর্বাধিক ২১০ মিমি বৃষ্টি, কোচবিহারে ১০৫ মিমি, বাগডোগরায় ৮৩ মিমি, জলপাইগুড়িতে ৭২ মিমি এবং রায়গঞ্জে ৯১ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। টানা বৃষ্টিতে কলকাতাসহ বিভিন্ন এলাকা জলমগ্ন। সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সেখানের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। একই সঙ্গে মালদা-মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের ফলে একাধিক নিচু এলাকা প্লাবিত হয়েছে। 

Advertisment

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া সহ একাধিক জেলায় ১৫ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি  ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় ১৬ আগস্টের জন্যও হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলেদের দক্ষিণ ওড়িশা উপকূল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১৪ আগস্টের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে, যেখানে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত এসব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়ও ১৪ আগস্টের জন্য হলুদ সতর্কতা রয়েছে।

আরও পড়ুন- সিঙ্গুর থেকে বিরাট শপথ শুভেন্দুর, ২৬-এর বাংলায় উন্নয়নের জোয়ার, বার্তা বিরোধী দলনেতার

Kolkata Weather Bengal Weather Alipur weather Office Alipore Weather Office weather