দু’দিন আগেই একলাফে তিন ডিগ্রি নেমে গিয়েছিল কলকাতার পারদ। যার জেরে শহরে ফিরেছিল শীতের আমেজ। কিন্তু দু’দিন বাদে রাতারাতি ভোলবদল আবহাওয়ার। এক ধাক্কায় কলকাতার পারদ উঠল ৫ ডিগ্রি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়ায় আবারও উধাও শীত। ফেব্রুয়ারির শেষ মানেই শীতের বিদায়ঘণ্টা বেজে যাওয়া। পারদের এহেন ওঠানামা সে ইঙ্গিতই দিচ্ছে বল মত আবহবিদদের।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে মেঘলা আকাশও অনেকটা দায়ী বলে মনে করা হচ্ছে। তবে যেহেতু শীতের বিদায়ের সময় এসেছে, ফলে নতুন করে আর পারদ পতন হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন, ঝঞ্ঝা কাটিয়ে শহরে ফের ফিরল শীতের আমেজ
সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, ন্যূনতম ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার জেরে গত সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। গত শনিবার শহরে দু-তিন ফোঁটা বৃষ্টিও হয়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শহরে এক ধাক্কায় পারদ ছুঁয়েছিল ১৯ ডিগ্রিতে। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছোঁয় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। সেদিন আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘ পারদ নেমেছে ঠিকই। তবে ফের তাপমাত্রা বাড়বে। ধীরে ধীরে শীত বিদায় নেবে। এখন এমনই তাপমাত্রার হেরফের হবে।’’