/indian-express-bangla/media/media_files/2024/11/20/tbtWff2gByC1Ja6oWMUL.jpg)
Kolkata Weather Today: ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়।
Kolkata weather:নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না! আবার নতুন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওড়া বদলের সম্ভাবনা আজ থেকেই। আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে শুধু বৃষ্টিই নয়! কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায়-জেলায়।
আরও পড়ুন- Earthquake:আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ভূকম্পন অনুভূত দিল্লি-সহ উত্তর ভারতে
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের এক দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, দুই দিনাজপুরের পাশাপাশি কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আরও পড়ুন- WBSSC SCAM: 'দাগির' তালিকায় মালদার দাপুটে তৃণমূল নেতা, কোন মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় মিলেছিল 'পুরষ্কার'?
এদিকে চলতি মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে ফের এক দফায় নিম্নচাপের জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাওয়ায় ফের দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পুজোকর্তাদের কপালে। সেই সঙ্গে ঘোর চিন্তায় রয়েছেন প্রতিমা শিল্পীরাও।