/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-16-17-50.jpg)
দাগির তালিকায় মালদার দাপুটে তৃণমূল নেতা
WBSSC SCAM: অবশেষে সুপ্রিম নির্দেশে 'দাগি' শিক্ষক- শিক্ষিকাদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকায় নাম রয়েছে মালদার এক তৃণমূল নেতার। তিনি আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ। দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন এই তৃণমূল নেতা কটাক্ষ বিজেপির।
আরজি কর কাণ্ডে নাম জড়ানো TMC বিধায়কের বৌমার নাম 'দাগি'র তালিকায়! লিস্ট সামনে আসতেই হইচই
সুপ্রিম কোটের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য। এখানে দলের কোন ব্যাপার নেই পাল্টা তৃণমূল। এদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তার উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশেই থাকতে দেখা গিয়েছে এই তৃণমূল নেতা তথা চাকরি চুরির 'দাগির' তালিকায় থাকা শামসুদ্দিন আহমেদ-কে। ইতিমধ্যে সে সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ্যে। যাকে কেন্দ্র করে শাসককে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।
'দুর্নীতির ৮০ শতাংশ টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে', বোমা ফাটালেন শুভেন্দু, উত্তাল রাজ্য-রাজনীতি
অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী সারিকা খাতুন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যা। তবে যদি এই বিষয়ে অভিযুক্ত বা তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। যদিও দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেছেন, "গোটা বাংলার মানুষ জানেন তৃণমূল সরকার চাকরি চুরি করেছে। এটা আজ প্রকাশ্যে। আমরা এই তীব্র ধিক্কার জানাই। আগামী ২০২৬-এ এই সরকারকে উৎখাত করা না গেলে বেকার যুবক-যুবতীরা পথে বসবে"।
এবিষয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু বলেন, কোর্টের নির্দেশ শিরোধার্য। আগেই কোর্টের কাছে অযোগ্য লিস্ট দেওয়া ছিল। সেই লিস্ট এবার জনসমক্ষে আনা হয়েছে। কেউ যদি ঘনিষ্ঠ থেকে অনৈতিক কাজ করে তার দায় কি দল নেবে। এটা কোর্টের বিষয় এবিষয়ে বিস্তারিত কিছু মন্তব্য করতে চাই না"।