/indian-express-bangla/media/media_files/2025/07/02/low-pressure-to-bring-heavy-rains-to-kolkata-2025-07-02-11-36-41.jpg)
Bengal weather forecast: ঝড়-জলের পূর্বাভাস আজও।
Kolkata Weather Forecast:বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপের শক্তি আরও বাড়বে। তারই জেরে রাজ্যের জেলায় জেলায় টানা কয়েকদিন দফায়-দফায় ঝড় জলের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। চলতি সপ্তাহের শেষের দিকেই দানা বাঁধতে পারে আরও একটি নিম্নচাপ। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তাহের প্রথম দিন সোমবারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হয়েছে।
আরও পড়ুন- Malda News: মর্যাদা আদায়ের লড়াই, শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় গৃহবধূ
এই পর্বে চলতি সপ্তাহে একেবারে শেষের দিক পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ দিনভর তিলোত্তমা মহানগরীতে মেঘ-রোদের লুকোচুরি চলবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা বাড়ালে ভোগান্তি আরও বাড়াবে শহরবাসীর।
আরও পড়ুন- Bula Chowdhury: বুলার আর্জিতে অ্যাকশনে পুলিশ, তদন্তে নামতেই বিরাট সাফল্য, উদ্ধার ২৯৫টি মেডেল
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী বুধবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।