/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-16-02-02.jpg)
সময় লাগল ২৪ ঘন্টা। তার মধ্যেই প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর অধিকাংশ মেডেল উদ্ধার করলো উত্তরপাড়া থানার পুলিশ
Bula Chowdhury: সময় লাগল ২৪ ঘন্টা। তার মধ্যেই প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর অধিকাংশ মেডেল উদ্ধার করলো উত্তরপাড়া থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক জনকে। খবর পেয়ে খুশি বুলা। রবিবার দুপুরে নিজের অফিসে বসে ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, গতকাল গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে শ্রীরামপুর ৪ নম্বর রেল গেট সংলগ্ন বস্তি থেকে কৃষ্ণ চৌধুরী নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে তার বাড়ি থেকেই উদ্ধার হয় বুলা চৌধুরীর অধিকাংশ মেডেল। তিনি জানান, মোট ২৯৫ টি মেডেল উদ্ধার করেছে পুলিশ। কৃষ্ণ-র সাথে আর কে কে ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদিন কৃষ্ণকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন করেছে।
আরও পড়ুন- দিঘা আপ ডাউন মাত্র ২০ টাকায়! কীভাবে? জানলে চমকে যাবেন
অন্যদিকে বুলা চৌধুরী খবর পেয়ে সপরিবারে আসেন ডিসির অফিসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি আজ ভীষণ খুশি। পুলিশ খুব ভালো কাজ করেছে। আমার অধিকাংশ মেডেল পেয়ে গেছি। বাকিগুলোও আশা করি পেয়ে যাবো।
প্রখ্যাত সাঁতারু তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ। উদ্ধার হল খোয়া যাওয়া অধিকাংশ মেডেল। গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। শুক্রবার সামনে আসে চুরির ঘটনা। জানা যায়, বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি ‘সুন্দর বাড়ি’ থেকে একাধিক মেডেল ও পদ্মশ্রী পদক চুরি যায়।
অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে পুলিস। শনিবারই উদ্ধার হয় চুরি যাওয়া মেডেল। পুলিস সূত্রে খবর, কসবার বাসিন্দা বুলা চৌধুরীর ওই বাড়িটি তালাবন্ধই থাকে। আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। চুরির পর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেই পুলিস তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত গ্রেফতার হয় এক অভিযুক্ত এবং উদ্ধার হয় বুলা চৌধুরীর মূল্যবান মেডেল।