Heavy rain prediction:মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজ দিনভর লাগাতার চলবে দফায় দফায় এই বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আরও দিন পাঁচ-ছয়েক দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতা শহরেও সকাল থেকে মেঘলা আকাশ। তিলোত্তমা মহানগরীতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শহরে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন- TMCP Foundation Day: TMCP প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা? চাপের মুখে কী সিদ্ধান্ত উপাচার্যের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও উত্তরবঙ্গে পরিস্থিতি কিন্তু ভিন্ন। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আরও দিন পাঁচ ছয়েক উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন- Kalyan Banerjee: "মমতাদিকে যারা গালাগালি করেন দিদি তাদেরই সম্মান দেন", ইস্তফার পরই বিস্ফোরক কল্যাণ!
আগামী দিন কয়েক উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি মালদা, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি পথে ধ্বস নামার আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ধ্বসের জেরে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক তিন দিন ধরে বন্ধ রয়েছে। বৃষ্টির দাপট আরও বাড়লে পাহাড়ি রাস্তায় ধ্বস-ফাটলের আশঙ্কা আরও বাড়বে।