Advertisment

Kolkata Weather Update: সরস্বতী পুজো কাটতেই শীতের ধুঁয়াধার ইনিংস, এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি সেলসিয়াস

West Bengal Weather Forecast Today 4th February 2025: একেবারে বিদায়বেলায় শীত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহে এবারের মতো বঙ্গ থেকে শীত বিদায় নিতে চলেছে। তার আগে ফের একবার পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
winter in bengal

একেবারে বিদায়বেলায় শীত

West Bengal Weather Update Today 4Th February 2025:একেবারে বিদায়বেলায় শীত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহে এবারের মতো বঙ্গ থেকে শীত বিদায় নিতে চলেছে। তার আগে ফের একবার পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের। সেই সঙ্গে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। 

Advertisment

রবি ও সোমবার ছিল সরস্বতী পুজো। পুজো কাটতেই শীতের ধুঁয়াধার ইনিংস। এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি সেলসিয়াস। বিদায় বেলায় শীতের কামড় অব্যাহত। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ বদল হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবারই ২-৩ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 

যদিও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে কুয়াশা দাপট। হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমানের পাশাপাশি দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। আগামী কয়েকদিন কুয়াশার এই দাপট বজায় থাকবে।শহর কলকাতাতেও শীতের আমেজ বেশ ফিকে। আজ রাতে তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।  

বহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে প্রবল কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিঙের পাশাপাশি মালদা, দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে।

Advertisment
weather Bengal Weather Kolkata Weather
Advertisment