Malda Crime: রান্না করা পোলাও মাংস খেয়ে পরপর বাড়িতে দেদার চুরি, এমন চোরের কাণ্ডে তাজ্জব গ্রামবাসীরা

Malda Crime:শনিবার কুরবানীর ঈদ উপলক্ষে ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকার নিজামপাড়ায়। কিন্তু এই চুরির ঘটনার ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ এমনই অভিযোগ গ্রামবাসীদের।

Malda Crime:শনিবার কুরবানীর ঈদ উপলক্ষে ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকার নিজামপাড়ায়। কিন্তু এই চুরির ঘটনার ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ এমনই অভিযোগ গ্রামবাসীদের।

author-image
Madhumita Dey
New Update
Malda theft

পরপর বাড়িতে চুরি

Malda Crime: ঈদের নামাজ পাঠে ব্যস্ত গ্রামবাসীরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে পরপর সাতটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। শনিবার কুরবানীর ঈদ উপলক্ষে ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকার নিজামপাড়ায়। কিন্তু এই চুরির ঘটনার ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ এমনই অভিযোগ গ্রামবাসীদের।

Advertisment

 চুরির ঘটনায় পুলিশি উদাসীনতার অভিযোগ তুলে রবিবার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। শুধু তাই নয় , অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ওই গ্রামের বাসিন্দারা পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।

আরও পড়ুন - বিরাট অগ্নিকান্ডে চূড়ান্ত আতঙ্ক! বহুতলের চারতলায় আটকে একাধিক, কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, কুরবানী ঈদের দিন গ্রামের সমস্ত পুরুষ ও মহিলারা প্রায় এক কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ঈদগাহ ময়দানে নামাজ পাঠে গিয়েছিলেন। সঙ্গে তাদের সন্তানেরাও ছিলেন। গোটা গ্রাম ফাঁকা হয়ে যাওয়ার সুযোগ যে চোরের দল কাজে লাগাবে সেটা কেউ কল্পনায় করতে পারে নি। এরই ফাঁকে দুষ্কৃতীরা প্রায় সাতটি বাড়িতে ঢুকে বাড়ির শোকেস আলমারি ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যায় ।

Advertisment

এমনকি চোরেরা উৎসবের দিনের বানানো পোলাও , মাংস খাওয়ার চুরি করে নিয়ে গিয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। পাশাপাশি সোনার অলংকার, টাকা পয়সা এবং বাড়ির বাসনপত্র, কাপড়-চোপড় সবই চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু গ্রামবাসীদের কোন লিখিত অভিযোগ নেওয়া হয় নি। 

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামে পুলিশ আসার পর তারা বলেছে এই চুরির খবরটি গোপন রাখতে হবে বেশি প্রচার হলে চোর ধরা যাবে না। হিজাব পাড়া গ্রামের বাসিন্দা রাব্বুল শেখ, দিলদার শেখদের বক্তব্য, ঈদের দিন সবাই একসঙ্গে নামাজ পাঠ করে থাকেন । রাঙ্গামাটিয়া ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ পাঠের ব্যবস্থা করা হয়েছিল। বাড়ির প্রত্যেকেই এদিন নতুন পোশাক পরেই গিয়েছিলাম নামাজ পাঠ করতে। শনিবার নামাজ পাঠ করার প্রায় ঘন্টাখানেক পর ফিরে এসে দেখি পরপর সাতটা বাড়িতেই তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে চোর চুরি করেছে। বাড়ির আলমারিতে রাখা নগদ ১০ হাজার টাকা , আবার কারোর বাড়ির নগদ ৫ হাজার টাকা চুরি করেছে দুষ্কৃতীরা। রান্না করা খাওয়ারও ওরা নিয়ে পালিয়েছে। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। তাই পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথা আমরা ভাবনা চিন্তা করেছি। 

এদিকে পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, যেখানেই ঘটনাটি ঘটেছে তার আশেপাশে কোথাও সিসি ক্যামেরা নেই। তবে দুষ্কৃতীদের ধরতে বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করা হয়েছে। 

আরও পড়ুন - অনুব্রত গড়েই দাপট দেখাতে পথে শুভেন্দু, বিরাট হুঙ্কার ছুঁড়ে বাংলা কাঁপালেন বিরোধী দলনেতা

Malda