/indian-express-bangla/media/media_files/2025/09/11/cats-2025-09-11-09-09-43.jpg)
পুজোর মুখেই মাথাব্যাথা বাড়াবে টানা বৃষ্টি
Kolkata Weather Today: হাতে গোণা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মা আসছেন। উৎসবের আলোয় ঝলমল করবে শহর থেকে গ্রাম। পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেলের শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। কুমোরটুলিতেও ব্যাস্ততার সেই চেনা ছবি। চারিদিকে পুজো পুজো গন্ধ। তার মাঝেই ফের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ভয়ঙ্কর সাইবার প্রতারণার পর্দা ফাঁস, খোয়া যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার
গত কয়েকদিন ধরেই কলকাতা সহ জেলায় তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে রোদ উঠলেও, সন্ধ্যা থেকেই ফের নামতে পারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গত জুলাই থেকে একের পর এক নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। প্রায় প্রতিদিনই আকাশ মেঘে ঢাকা ছিল। গত কয়েকদিনে সূর্যের দেখা মিললেও সেই বিরতি বেশিদিন স্থায়ী হচ্ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গের উপর দিয়ে বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিস্তার লাভ করেছে। তার জেরে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতায়। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ—এই আট জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-লক্ষ্মীর ভান্ডারের 'অনুদানে' দুর্গাপূজা, এলাহি আয়োজন চমকে দেবে
এদিকে, দুর্গাপুজোর মাত্র ১৮ দিন বাকি। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। ফলে আপাতত কিছুটা স্বস্তি মিলছে কুমোরটুলির কারিগরদের। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, পূজোতেও বৃষ্টি মাথাব্যথার কারণ হতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us