Kolkata Weather Update today: জ্বালাপোড়া গরম দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহের সর্তকতা ৩ জেলায়, স্বস্তির বৃষ্টি কবে?

Kolkata Weather News Today 23 April, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালাপোড়া গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমে জেরবার দশা। বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?

Kolkata Weather News Today 23 April, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালাপোড়া গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমে জেরবার দশা। বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?

author-image
IE Bangla Web Desk
New Update
চাঁদিফাটা গরমে পুড়ছে কলকাতা, বাংলায় তাপপ্রবাহ থেকে রক্ষে নেই এখনই

Kolkata Weather Update today:গরমে জেরবার কলকাতাবাসী।

Ajker Kolkata Weather Today:দহনজ্বালা থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমে অস্বস্তি এবার আরও বাড়বে জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহেরও সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি-সুখের সম্ভাবনা আপাতত এখনই নেই। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ফের কবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

গরমের অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহেরও (Heat wave) সর্তকতা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী দু'তিন দিনে জ্বালাপোড়া গরমে অস্বস্তি তুঙ্গে উঠবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যেই ৩-৫ ডিগ্রি পর্যন্ত কোনও কোনও জেলায় তাপমাত্রা বেড়ে যেতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

জ্বালাপোড়া গরম শহর কলকাতাতেও। বেলা বাড়লেই তিলোত্তমা মহানগরীতেও গরমে হাঁসফাঁস দশা তৈরি হচ্ছে। কলকাতা শহরেও আপাতত গরমের এই অস্বস্তিকর পরিবেশইই বহাল থাকবে। বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। বরং কলকাতা শহরেও তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। 

আরও পড়ুন- Pahalgam Terror Attack:পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কলকাতার পর্যটক বিতান অধিকারীর মৃত্যু, কী বললেন মমতা?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড়-জলের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

আরও পড়ুন- Murshidabad Violence: মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা, মুখ্যমন্ত্রীর না যাওয়া নিয়ে প্রবল সমালোচনা, শেষমেশ বিরাট সিদ্ধান্ত মমতার

Heatwave Kolkata Weather Bengal Weather weather