/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Monsoon-Rainfall.jpg)
সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ প্রধানত মেঘলা থাকবে।
Ajker Kolkata Weather Today: বাংলা জুড়ে তুমুল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। আইএমডি জানিয়েছে, ২৫শে মে রবিবার কলকাতা সহ দক্ষিনবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। সপ্তাহ জুড়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১°C থেকে ৩৪°C এর মধ্যে থাকবে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C থেকে ২৮°C এর মধ্যে থাকতে পারে। উত্তর ও দক্ষিণ বঙ্গের বিস্তৃর্ণ অংশে ২৪শে মে থেকে ২৯শে মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট অন্যাহত থাকবে। ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ২৮ এবং ২৯ মে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
কেমন থাকবে কলকাতায় আবহাওয়া?
সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ প্রধানত মেঘলা থাকবে। সেই সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ মে থেকে মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দিনভর। কলকাতার তাপমাত্রা সপ্তাহজুড়ে সর্বোচ্চ ৩১°C থেকে ৩৪°C ও সর্বনিম্ন ২৬°C থেকে ২৮°C এর মধ্যে থাকতে পারে। কলকাতা শহরে শুক্রবার রাত থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। গরমের হাত থেকে সাময়িক মুক্তি মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আলিপুর দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২৪ থেকে ২৯ মে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতি কোথাও ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।
উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি
উত্তরবঙ্গেও সপ্তাহের শুরু থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে আগামী ২৭ মে নাগাদ ওই নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারই জেরে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সাগরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে আগামী কয়েকদিন।