Kolkata Weather Update today: দানা বাঁধছে নিম্নচাপ, কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়? সময়ের আগেই বাংলায় বর্ষা?

Kolkata Weather News Today 26 May 2025: ইতিমধ্যেই কেরলে সময়ের আগেই ঢুকে পড়েছে বর্ষা। বঙ্গের ক্ষেত্রেও তেমন সম্ভাবনাই বাড়ছে। কী বলছেন আবহাওয়াবিদরা?

Kolkata Weather News Today 26 May 2025: ইতিমধ্যেই কেরলে সময়ের আগেই ঢুকে পড়েছে বর্ষা। বঙ্গের ক্ষেত্রেও তেমন সম্ভাবনাই বাড়ছে। কী বলছেন আবহাওয়াবিদরা?

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather: সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

West Bengal Weather: জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস।

Ajker Kolkata Weather Today: বঙ্গোপসাগরে নিম্নচাপের জোরালো সম্ভাবনা। তারই জেরে সপ্তাহভর রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের ক্ষেত্রেও জারি হয়েছে সতর্কতা। নিম্নচাপের জেরেই বাংলায় আগেভাগে ঢুকে পড়বে বর্ষা? কী বলছেন আবহাওয়াবিদরা?

Advertisment

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরির সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সাগরে। এমনিতেই গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায়।

মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেলে আগামী বুধবার থেকেই তার প্রভাব পড়তে শুরু করবে জেলায়-জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ওই দিন থেকেই। আগামী শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisment

আরও পড়ুন- Kolkata News Highlights: বাম-কংগ্রেস জোটের দাপটে ধরাশায়ী তৃণমূল, বিধানসভা নির্বাচনের আগে চিন্তা বাড়ছে ঘাসফুল শিবিরে

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আজ সপ্তাহের প্রথম দিনে সোমবার দুই ২৪ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই সপ্তাহের একেবারে শেষ দিক পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Anubrata Mondol: সভাপতির পদ হারিয়েও 'রাজার মেজাজ'! মহামিছিলে 'দাপট' দেখালেন অনুব্রত

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সময়ের আগেই বঙ্গে ঢুকবে বর্ষা? 

কেরলে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। তা থেকেই এ রাজ্য সময়ের আগেই বর্ষার প্রবেশের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে ঢোকে বর্ষা। এবারও উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তবে উত্তরবঙ্গেও সময়ের আগেই বর্ষা ঢুকবে কিনা তা নির্ভর করবে নিম্নচাপের উপরেই, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Fake voter Card:শ্বশুর-শাশুড়ি বাংলাদেশি, স্বীকার করল বৌমা, ভোটার তালিকায় নাম ঘিরে তুঙ্গে চর্চা

Alipore Weather Office Bengal Weather Forecast Kolkata Weather