/indian-express-bangla/media/media_files/2025/03/06/QUF5e1yYRxHRb1q6GZPa.jpg)
Bengal Weather Forecast: বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
Ajker Kolkata Weather Today: কালবৈশাখীর চূড়ান্ত সতর্কতা! বিকেল গড়াতেই দুর্যোগে ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট
আজ রবিবার। গতকালের পর আজ ফের বাংলায় দুর্যোগের পুর্বাভাস। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। রবিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। গণগণে আঁচে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। গতকাল রাত্রে ঝড়ের সঙ্গে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পুর্বাভাস রয়েছে।
মমতা সরকারে বঞ্চিত মানুষ গড়ার কারিগররা! ভাতা প্রশ্নে হুঙ্কার ছুঁড়ে ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কা হাঁকালেন দিলীপ
উত্তরবঙ্গের ক্ষেত্রেও রবিবার অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা দার্জিলিঙের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মোটের ওপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। অসহনীয় গরমে শরীর জ্বালাপোড়া হওয়ার জোগাড় হচ্ছে। তবে ফের একবার ঝড় বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে মিলবে পরিত্রাণ। শনিবার বিকেলের পর আজ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরুর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us