Ajker Kolkata Weather Today:আজও রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। তুমুল ঝড়-জলের পূর্বাভাস জেলায়-জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
শনিবার বিকেল গড়ালেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-জলের সম্ভাবনা প্রবল। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জেলায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও শনিবার বিকেলে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার বিকেলের দিকে ঝড় জল হতে পারে তিলোত্তমা মহানগরীর বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির জেরে কলকাতা শহরে তাপমাত্রাও খানিকটা নেমেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত দিন কয়েক এমনই পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন- WB Madhyamik Result 2025: মাধ্যমিকে কৃতীদের ছড়াছড়ি! বাংলায় সাড়া ফেলে দিয়েছে এই জেলা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। শনিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়াও আগামী দিন পাঁচেক একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। মোটের উপর আগামী দিন পাঁচেক রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025: মাধ্যমিকে ৯৬.২৯%! জেলায় সেরা, তাও কেঁদে পাগল বাবা-মা, আত্মীয় থেকে স্কুল