Madhyamik result 2025: এই কাহিনী চোখে জল আনবেই! মাধ্যমিকে তার ধারে কাছে নেই অন্যরা! অভূতপূর্ব সাফল্য মুঠোয় পুরেছে আসানসোলের গর্ব থৈবি মুখোপাধ্যায়। আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। ৬৭৪ নম্বর পেয়ে থৈবি স্কুলের টপার। তবে আজ মাধ্যমিকের ফল প্রকাশের পর কান্না যেন বাঁধ মানছে বাবা-মা থেকে শুরু করে আত্মীয়-স্বজনের। চোখে জল শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে থৈবির বন্ধুবান্ধবদেরও। থৈবির প্রতিবেশীদেরও মন খারাপ।
মাধ্যমিক পরীক্ষায় স্কুলের টপার হয়েছে থৈবি মুখোপাধ্যায়। আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৭৪ নম্বর পেয়েছে সে। তবে নিজে হাতে রাজাল্ট আর নেওয়া হল না সদ্য প্রয়াত এই কৃতী ছাত্রীর। গত ১৬ এপ্রিল জন্ডিসে আক্রান্ত মৃত্যু হয় থৈবি মুখোপাধ্যায়ের। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি। বরাবর লেখাপড়ার প্রতি তার ঝোঁক ছিল।
থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিল থৈবি। চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতের হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবারের লোকজন। তবে তাতেও হয়নি শেষ রক্ষা। সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025: স্থির লক্ষ্যেই বাজিমাত! মাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার সৌম্য, দুরন্ত লড়াইয়ের এই গল্প চমকে দেবে
এদিকে, স্কুল থেকে শুরু করে থৈবির পরিবার এমনকী পাড়া-প্রতিবেশীরাও আশা করেছিলেন, মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করবে থৈবি। এমনকী কেউ কেউ মনে করেছিলেন থৈবি মেধাতালিকাতেো স্থান পাবে। কিন্তু পরীক্ষার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিল সে। সেই অবস্থায় পরীক্ষা দেওয়াই এক থেকে দশের মধ্যে জায়গা না করতে পারলেও স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025: ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, মেয়েদের মধ্যে মাধ্যমিকে প্রথম ঈশানীর ইচ্ছা জানলে অবাক হবেন!