/indian-express-bangla/media/media_files/2025/04/26/YdDsC7BiEcq8SHQEu5Li.jpg)
Rainfall Forecast: বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
Ajker Kolkata Weather Today:পূর্বাভাস মতোই আর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এই বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী দু'দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই ফের একবার গরমের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গে সর্বত্র। আজ বিকেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়। তবে আগামীকাল অর্থাৎ বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি কলকাতা শহরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের পর থেকে কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা শহরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে। দিন কয়েক পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও বাড়তে শুরু করবে। আগামী দিন পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কোনও কোনও জায়গায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন-Malda News: বুদ্ধির জোরেই বিরাট বিপদ এড়ালেন মহিলা! ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল