Kolkata Weather Update today:ফের জ্বালাপোড়া গরমে সেদ্ধ হবে দক্ষিণবঙ্গ! উত্তরের আবহাওয়া নিয়েও মিলল বড় আপডেট

Kolkata Weather News Today: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির জেরে স্বস্তির পরিবেশ ফিরেছিল। তবে এবার ফের একবার অসহনীয় গরমের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Kolkata Weather News Today: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির জেরে স্বস্তির পরিবেশ ফিরেছিল। তবে এবার ফের একবার অসহনীয় গরমের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
গরমে বাড়ছে হিট স্ট্রোক, কীভাবে মিলবে মুক্তি? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

Bengal Weather Forecast: ফের একবার জ্বালাপোড়া গরমের ইঙ্গিত স্পষ্ট।

Ajker Kolkata Weather Today:ঝড়-বৃষ্টির পালা আপাতত চুকেছে দক্ষিণবঙ্গে। আজ থেকেই গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিনই ফের তীব্র গরমের অনুভূতি ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। তাপপ্রবাহেরও (Heatwave) সতর্কতা রয়েছে একাধিক জেলায়। স্বস্তির বৃষ্টি ফের কবে? আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

গত কয়েকদিনের দফায়-দফায় ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহনীয় গরম থেকে মুক্তি মিলেছিল। তবে আজ থেকেই জেলায় জেলায় তাপমাত্রা ফের বাড়ার ইঙ্গিত স্পষ্ট। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এক কথায় মোটের উপর ফের একবার সূর্যের গনগনে তেজে ফের জ্বালাপোড়া গরমের পরিস্থিতি ফিরতে জেলায়-জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও বাড়বে গরমের দাপট। আগামী কয়েকদিনের কলকাতা শহরে তাপমাত্রাও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। স্বাভাবিকভাবেই তাই বেলা বড়লে কলকাতাতেও ভ্যাপসা গরমের জেরে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। আপাতত তিলোত্তমা মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার আকাশ বৃহস্পতিবার মূলত পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে আকাশে হালকা মেঘের দেখা মিলতে পারে। যদিও সেই মেঘে বৃষ্টি হবে না। আগামী কয়েক দিনে কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। সুতরাং ফের একবার অসহনীয় গরমের পরিবেশ ফিরতে চলেছে তিলোত্তমা মহানগরীতে।

Advertisment

আরও পড়ুন- WBCHSE WB HS Result 2025: 'পাকিস্তানকে ওদের ভাষাতেই জবাবের দরকার ছিল', উচ্চমাধ্যমিকে পঞ্চম তন্ময়ের মনের ইচ্ছা জানেন?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের মালদা জেলায় ফের একবার জ্বালাপোড়া গরমের ইঙ্গিত মিলেছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ২ পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ওই জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতেও।

আরও পড়ুন- WBCHSE WB HS Result 2025: জন্মের মতোই নম্বরের ফারাকও কত জানেন? উচ্চমাধ্যমিকে বিস্ময় নজির যমজ ভাইদের!

weather Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather