Advertisment

ক্রমেই চওড়া ডেঙ্গির থাবা, উৎসবের মরশুমে মৃত্যু যুবকের

কলকাতা ছাড়াও লাগোয়া জেলাগুলিতে ছড়াচ্ছে ডেঙ্গি। বাসিন্দাদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ।

author-image
IE Bangla Web Desk
New Update
dengue affected arambag tmc mp aparupa poddar's husband and daughter

তৃণমূল সাংসদের ঘরে ডেঙ্গুর থাবা।

উৎসবের মরশুমে ডেঙ্গির বলি যুবক। খাস কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু বছর চব্বিশের সায়ন ষোষ চৌধুরীর। কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন। শনিবার যুবকের পাড়ায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুরসভার সাফাই কর্মীদের। এলাকা পরিষ্কারে হেলদোল নেই পুরসভার, অভিযোগে ফুঁসছেন বাসিন্দারা। যদিও এলাকা পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের আরও বেশি সক্রিয় ভূমিকা নিতে আবেদন স্থানীয় কাউন্সিলরের।

Advertisment

বঙ্গে ক্রমেই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। কালীপুজোর মুখে এবার ডেঙ্গিতে যুবকের মৃত্যু খাস কলকাতায়। জানা গিয়েছে, মৃত যুবক সায়ন ঘোষ চৌধুরী পূর্ব পুটিায়রির বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন সায়ন। পরিবারের সদস্যদের অভিযোগ, সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বাধ্য হয়েই তাঁরা সায়নকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন। ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকলীনই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- ‘বিরোধিতাটাই ভালো করে বামেরা, সরকার চালাতে পারে না’, কটাক্ষ দিলীপের

উৎসবের মরশুমে রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গির সংক্রমণ। কলকাতা ছাড়াও জেলাগুলিতে ছড়াচ্ছে ডেঙ্গি। সরকারি স্তর থেকে ডেঙ্গি প্রতিরোধে সতর্কতামূলক প্রচার চলছে। সাধারণ মানুষকে আরও বেশি সচতেন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। বহু এলাকায় বাড়ি-বাড়ি গিয়েও ডেঙ্গি আক্রান্তদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে দেখা যাচ্ছে পুরসভার কর্মীদের।

আরও পড়ুন- অস্ত্রোপচারের পর চোখের উন্নতি, কালীপুজোর আগেই বাড়ি ফিরছেন অভিষেক

সব মিলিয়ে কালীপুজোর ঠিক আগে রাজ্যে ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। কলকাতার চেয়েও মশাবাহিত এই রোগ ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গির কবলে পড়েছেন ১ হাজার ৬২৭ জন। এছাড়াও হুগলিতেও ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। শহর কলকাতায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন।

Youth Death kolkata news Dengue
Advertisment