Kolkata's iconic yellow cabs : আইকনিক হলুদ ট্যাক্সির 'গ্র্যান্ড কামব্যাক', সাড়া জাগানো উদ্যোগে খুশি কলকাতাবাসী

Kolkata's iconic yellow cabs : শহর কলকাতা মানেই হলুদ ট্যাক্সি আর নস্ট্যালজিক ট্রাম! সকলের কাছেই এ যেন এক অতি পরিচিত দৃশ্য। এবার খাস কলকাতার পরিবহনের অন্যতম সাক্ষী এই হলুদ অ্যাম্বাসেডারের বদলে শুক্রবার থেকেই পথে নামল নতুন হলুদ ক্যাব।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata's iconic yellow cabs

আইকনিক হলুদ ট্যাক্সির গ্র্যান্ড কামব্যাক

Kolkata's iconic yellow cabs : শহর কলকাতা মানেই হলুদ ট্যাক্সি আর নস্ট্যালজিক ট্রাম! সকলের কাছেই এ যেন এক অতি পরিচিত দৃশ্য। এবার খাস কলকাতার পরিবহনের অন্যতম সাক্ষী এই হলুদ অ্যাম্বাসেডারের বদলে শুক্রবার থেকেই পথে নামল নতুন হলুদ ক্যাব। তবে সেটা কিন্তু অ্যাম্বাসেডর নয়, প্রাথমিক ভাবে নামানো হয়েছে ২০টি মারুতি সুজুকি ওয়াগান আরকে। বিশেষ এই ক্যাব সার্ভিস এমন এক শহর কলকাতায় নামানো হয়েছে যখন হাতে গোণা আর মাত্র কয়েক বছরের মধ্যে কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি হারিয়ে যেতে চলেছে। 

Advertisment

এই নয়া ক্যাব সার্ভিস আপাতত যাত্রী সাথী প্ল্যাটফর্মে বর্তমানে উপলব্ধ। প্রাথমিক ভাবে ২০টি হলুদ ওয়াগান আর এই মুহূর্তে পথে  নামানো হলেও আগামী কয়েক মাসের মধ্যে এই সংখ্যা ১৫০-তে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  এই বছরের শেষ নাগাদ শহরের রাস্তায় প্রায় ১,০০০ নতুন হলুদ ক্যাব চলাচল করবে বলে আশা করা হচ্ছে।

নিউ টাউনের কিশোর হালদার গত ২০ বছর শহরের রাস্তার হলুদ ট্যাক্সি চালাচ্ছেন। নয়া এই ক্যাব সার্ভিসের অংশ হতে পেরে তিনি জানিয়েছেন,  "গত ২০ বছর ধরে আমি হলুদ ট্যাক্সি চালাচ্ছি। শহরের ঐতিহ্য বহন করতে পেরে আমি গর্বিত। কিন্তু অ্যাম্বাসেডর বন্ধ হওয়ায়, চালানোর কোনও উপায় ছিল না। কিন্তু এখন, আমি আগামী কয়েক বছর ধরে হলুদ ক্যাব চালাতে পারব এবং আবার শহরের ঐতিহ্যের অংশ হতে পারব"।  

এনএ মোবিলিটির হাত ধরেই  চালু হয়েছে এই "ইয়োলো হেরিটেজ ক্যাবস"। বৃহস্পতিবার রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নয়া এই ক্যাব সার্ভিসের উদ্বোধন করেন। জানা গিয়েছে ১৫ বছর পেরিয়ে যাওয়ায় যে সব হলুদ ট্যাক্সি বাতিল হচ্ছে। সেই ট্যাক্সি চালকদেরই দৈনিক ভাড়ার বিনিময়ে ক্যাব সার্ভিসের চাবি তুলে দেওয়া হচ্ছে। 

Advertisment

অস্ত্র মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশের হাত থেকে ছিনতাই অনুগামীদের, চূড়ান্ত উত্তেজনা

কোম্পানির অন্যতম কর্মকরতা হাসিবুল হোসেন বলেন, "রাজ্য সরকারের সাথে আমাদের চুক্তি অনুসারে, আমরাই একমাত্র কোম্পানি যাদের এখন এই হলুদ ক্যাবগুলি চালু করার লাইসেন্স রয়েছে। পরিবেশ বান্ধব গাড়িগুলি সিএনজি এবং পেট্রোল চালিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজের মতো আইকনিক ছবি থাকবে এই ক্যাবের গায়ে।  
যদিও সমস্ত ড্রাইভার গাড়ি চালানোর জন্য আবেদন করতে পারেন, আমরা অভিজ্ঞ হলুদ ট্যাক্সি ড্রাইভারদের অগ্রাধিকার দিচ্ছি। ক্যাবগুলি বর্তমানে কেবল যাত্রী সাথী প্ল্যাটফর্মে উপলব্ধ। তবে  শীঘ্রই অন্যান্য অ্যাপ ক্যাব প্ল্যাটফর্মগুলিতেও পরিষেবা পাওয়া যাবে"। 

উল্লেখ্য ১৯৬২ সালে হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডরের হাত ধরেই কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি চালু হয়। সেই হলুদ ট্যাক্সির সংখ্যা এক দশক আগে ১৮,০০০ থেকে কমে ২০২৪ সালে মাত্র ৭,০০০ এ দাঁড়িয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ এই সংখ্যা নেমে আসবে ৩,০০০-এরও কমে। 

Taxi