/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-10-30-08.jpg)
খুনের ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ দেশরাজ সিংয়ের টিকিও ছুঁতে পারেনি।
krishnanagar Murder: কৃষ্ণনগরে ইশিতা মল্লিককে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে। পুলিশের দাবি, নিখুঁত পরিকল্পনায় খুনের গেম প্ল্যান সাজিয়েছিল দেশরাজ। খুনের কয়েকদিন আগে দেশরাজ সোশ্যাল মিডিয়ায় 'হুমকি' পোস্ট করে।
তদন্তে জানা গেছে, দেশরাজ ছবি ও টেক্সটের মাধ্যমে “চূড়ান্ত পরিণতির” ইঙ্গিত দিয়েছিলেন। তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেখা যাচ্ছে দেশরাজ কোমরে রাখা পিস্তল। সঙ্গে লেখা “Dead body soon”। তদন্তকারীরা জানাচ্ছেন, এই ছবিই বলে দিচ্ছে দেশরাজ ঈশিতাকে খুনের পরিকল্পনা অনেক আগে থেকেই করেছিল।
এদিকে ঈশিতা খুনের পর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। এখনও অধরা অভিযুক্ত দেশরাজ। খুনের ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ দেশরাজ সিংয়ের টিকিও ছুঁতে পারেনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে শনিবার বিকেলে ইশিতা মল্লিকের বাবা দুলাল ও মা কুসুম মল্লিক প্রেসমিট করে পুলিশের উপর ভরসার কথা বললেন। আর মা কুসুম মল্লিক কাঁদতে কাঁদতে বলেন, 'আমরা চাই তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়ুক। আর আমরা ওর ফাঁসি চাই।'
আরও পড়ুন- কী সাংঘাতিক কাণ্ড! দাগি তালিকায় নাম দাপুটে TMC বিধায়কের পুত্রবধূর, প্রবল অস্বস্তিতে শাসক শিবির
প্রসঙ্গত পুলিশ সুপারের অফিস, একাধিক প্রশাসনিক কর্তার বাংলোর ৫০০ মিটারর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সহপাঠীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের মতে, দেশরাজ প্রফেশনাল কিলারের মতো ঠান্ডা মাথায় খুন করার মানসিকতা নিয়ে ঈশিতাকে খুন করেছে। খুন হওয়ার অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারপরও তাকে ধরতে পারেনি। প্রাইভেটে উচ্চমাধ্যমিক পাশ করে কৃষ্ণনগরের একটি প্রতিষ্ঠানে দেশরাজ সিং ভর্তি হয়। তাই কৃষ্ণনগরে যাতায়াত করায় পথঘাট অনেকটা চিনে ফেলেছিল। তাই সহপাঠী প্রাক্তন প্রেমিকাকে গুলি চালিয়ে নিশ্চিত খুন করে সে ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়েই টোটোতে উঠে চলে গিয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছে।
পুলিশের তিনটি টিম ইতিমধ্যে উত্তরপ্রদেশে পৌঁছেছে দেশরাজের সন্ধানে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই খুনের ঘটনায় ঈশিতার মোবাইল থেকে মিলতে পারে একাধিক সূত্র বলেই ধারণা তদন্তকারীদের। ইতিমধ্যে তদন্তে পুলিশ জানতে পেরেছে দেশরাজ সিংয়ের সঙ্গে ঈশিতার ফোনে যোগাযোগ ছিল। ইতিমধ্যে পুলিশ ওই মোবাইল বাজেয়াপ্ত করেছে। ঈশিতার মা, কুসুম মল্লিক দেশরাজ সম্পর্কে বলেন, "আমি সিঁড়িতে উঠতে পাশ দিয়ে একজন বলে আন্টি 'আপকা সাথ বাত কর না হে'। আমি দেশরাজকে চিনতাম না। তবে ছেলের সঙ্গে খেলত। ছেলেকে পাশের মাঠে ডাকতে গিয়ে দেখেছি। আমরা চাই ও তাড়াতাড়ি ধরা পড়ুক। আর ওর ফাঁসি চাই।'এরই মধ্যে দেবরাজ সিংহের মামা কুলদীপ সিংকে পুলিশ গুজরাট থেকে গ্রেফতার করল পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার বলেন, শনিবার কুলদীপ সিংকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে আসা হচ্ছে।' জানা গিয়েছে দেশরাজের মামা সদ্য সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। আগামীকাল তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে।