SSC SCAM: দাপুটে তৃণমূল কাউন্সিলারের নাম 'দাগি' তালিকায়, সামনে আসতেই হুলস্থূল!

SSC SCAM: সুপ্রিম নির্দেশে অবশেষে 'দাগি' প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৪ জন 'দাগি' প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত তালিকায়।

SSC SCAM: সুপ্রিম নির্দেশে অবশেষে 'দাগি' প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৪ জন 'দাগি' প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত তালিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
21 july TMC hording

দাপুটে তৃণমূল কাউন্সিলারের নাম দাগি তালিকায়, সামনে আসতেই হুলস্থূল

SSC SCAM: সুপ্রিম নির্দেশে অবশেষে 'দাগি' প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৪ জন 'দাগি' প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত তালিকায়। গতকাল বহু টালবাহানার পর সন্ধ্যা ৮ টা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হয়। ইতিমধ্যে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। তালিকায় নাম রয়েছে শাসক ঘনিষ্ঠ বহু প্রার্থীর নাম। তাদের মধ্যেই অন্যতম রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে। কুহেলির বক্তব্য, " নাম রয়েছে সেটা আমি দেখেছি। ২০২২ সালের ডিসেম্বরের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেও আমার নাম ছিল। চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি। আমি এর আগে সিবিআই-কে চ্যালেঞ্জও করেছিলাম, তারা কখনও ডাকেনি। এ বার নাম কেন আছে, তা আমার কাছেও পরিষ্কার নয়।’ 

Advertisment

আরও পড়ুন- আমেরিকার সঙ্গে 'শুল্কযুদ্ধের' টানটান উত্তেজনার মাঝেই মোদীর 'ম্যাজিক', জিনপিং-য়ের সঙ্গে আজই মেগা বৈঠক

গতকাল প্রকাশিত তালিকায় অযোগ্যদের নাম, রোল নম্বর, সিরিয়াল নম্বরের উল্লেখ রয়েছে। তালিকার সঙ্গে এক বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকাকে 'প্রথম তালিকা' বলে উল্লে খ এসএসসি-র। যদিও তালিকায় স্কুল ও বিষয়ের কোন উল্লেখ করা হয়নি। তালিকা প্রকাশের আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আদালতের নির্দেশ মেনেই সব কাজ হবে। যদিও এদিনের তালিকাকে 'ভোগাস' বলে কটাক্ষ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে আইনি জটিলতাকে চালিয়ে যেতে চান"।   

Advertisment

উল্লেখ্য, শুক্রবার সুপ্রিম কোর্ট স্পস্ট জানিয়েছে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এক জনও ‘দাগি’ প্রার্থী পরীক্ষায় বসতে না পারে। রাজ্য সরকার শুক্রবার আদালতে জানিয়েছিল, ১,৯০০ জন ‘দাগি’ প্রার্থীর তালিকা শনিবার প্রকাশ করা হবে এবং তাদের কাউকেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেই পথে হেঁটে গতকাল ১৮০৪ জন দাগি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে এসএসসি। পাশাপাশি এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। 

আরও পড়ুন-রবিবার ছুটির দিনেও মেগা মেট্রো পরিষেবা, যাত্রী স্বার্থে বিরাট উদ্যোগ, প্রশংসা সর্বত্র

উল্লেখ্য, গত ৩ এপ্রিলের শীর্ষ আদালতের নির্দেশে ২৫,৭৫২ শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়।  এর মধ্যে গ্রুপ-সি-তে ২,৯৮৯ এবং গ্রুপ-ডি-তে ৫,৪৮৮টি শূন্যপদ রয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এসএসসি-র পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘যদি কোনওভাবে কোনো ‘অযোগ্য’ প্রার্থী অ্যাডমিট কার্ড পেয়েও যায়, তবে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।’’

SSC WB SSC Scam SSC recruitment