কৃষ্ণনগরের ছাত্রী খুনে বড়সড় সাফল্য, স্টেশনের পাশের জঙ্গলেই লুকিয়ে 'আসল প্রমাণ'

২৫ আগস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় নিজের বাড়িতে খুন হয় ইশা। অভিযোগ, অভিযুক্ত দেশরাজ সিং খুনের পর টোটোয় চেপে কৃষ্ণনগর স্টেশনে আসে এবং সেখান থেকে ট্রেনে উঠে নৈহাটি–ব্যান্ডেল–হাওড়া হয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায়।

২৫ আগস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় নিজের বাড়িতে খুন হয় ইশা। অভিযোগ, অভিযুক্ত দেশরাজ সিং খুনের পর টোটোয় চেপে কৃষ্ণনগর স্টেশনে আসে এবং সেখান থেকে ট্রেনে উঠে নৈহাটি–ব্যান্ডেল–হাওড়া হয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায়।

author-image
Mousumi Das Patra
New Update
cats

অভিযুক্ত দেশরাজ

কৃষ্ণনগর ছাত্রী ইশা মল্লিক খুনে ব্যবহৃত অস্ত্র অবশেষে উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে কৃষ্ণনগর রেলস্টেশনের আগে থাকা একটি শৌচাগারের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয় সেই পিস্তল। তদন্তকারীরা জানিয়েছেন, ২৫ আগস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় নিজের বাড়িতে খুন হয় ইশা। অভিযোগ, অভিযুক্ত দেশরাজ সিং খুনের পর টোটোয় চেপে কৃষ্ণনগর স্টেশনে আসে এবং সেখান থেকে ট্রেনে উঠে নৈহাটি–ব্যান্ডেল–হাওড়া হয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায়।

Advertisment

এই ঘটনায় দেশরাজকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। খুনের তদন্তে দেশরাজের মামা কুলদীপ সিং ও বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুলিশ দাবি করেছে, খুনে ব্যবহৃত অস্ত্র উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছিল দেশরাজ।

West Bengal News Live Updates: ফের শিরোনামে আরজি কর, চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ঘিরে তোলপাড়

Advertisment

তদন্তকারীরা এতদিন ধরে খুনের অস্ত্রটির হদিস করার চেষ্টা চালাচ্ছিলেন। এজন্য দেশরাজের পাশাপাশি তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে কাঁচাড়াপাড়া-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় ল্যাপটপ, পেনড্রাইভ ও বেশ কিছু নথি। তবে তদন্তের বৃত্ত সম্পূর্ণ হয়নি অস্ত্র উদ্ধারের অভাবে।

Youtube: ইউটিউব ভিডিওতে ১,২০০ ভিউ পেলে ক্রিয়েটররা কত টাকা পান? জানুন উপার্জনের হাল হাকিকত

অবশেষে শুক্রবার রাতে সেই ৭ এমএম দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, ইশাকে খুন করার পর কৃষ্ণনগর স্টেশনে ওঠার আগে শৌচাগারের পাশের জঙ্গলে পিস্তলটি ফেলে দেয় দেশরাজ। সেখান থেকেই উদ্ধার করল পুলিশ।

news of west bengal Krishnanagar