West Bengal News Updates: ফের শিরোনামে আরজি কর, চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ঘিরে তোলপাড়

West Bengal News Updates 13 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 13 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News  Updates:ফের আরজি করের তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। মৃতার পরিবারের তরফে ইতিমধ্যে মেয়েকে খুনের অভিযোগ তোলা হয়েছে। মালদা মেডিকেলে পাঠরত প্রেমিকের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে উজ্জ্বলের সঙ্গে অনিন্দিতার সম্পর্ক থাকলেও মাসখানেক ধরে তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে টানাপোড়েন শুরু হয়। পরিবারের তরফে অভিযোগে জানানো হয়েছে, গতকাল সকালে উজ্জ্বল ফোন করে পরিবারকে জানায়, অনিন্দিতা মালদা মেডিকেলে ভরতি। হাসপাতালে ছুটে এসে অনিন্দিতার মা দেখেন মেয়ের মুখ থেকে কিছু বেরোচ্ছে। ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ মৃতার পরিবারের। কলকাতায় নিয়ে যাওয়ার পথে গভীর রাতে মৃত্যু হয় তরুণী চিকিৎসকের।  

Advertisment

গতকালই বীরভূমে অবৈধ পাথর খাদানে ধ্বস নেমে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩-৪ জন শ্রমিক। নলহাটির অবৈধ পাথর খাদানে ভয়াবহ ওই বিপর্যয় নিয়ে এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তাঁর অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই খাদানে প্রাণঘাতী বিস্ফোরকের ব্যবহার হয়। তারই জেরে ওই প্রাণহানির ঘটনা ঘটে। নলহাটির পাথর খাদানের ঘটনায় এবার NIA তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথেই পুজোর ১৬ আনা মজা নিন! যাত্রীদের সুবিধার্থে দুরন্ত ব্যবস্থা কলকাতা মেট্রোর!

গতকাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। নৃশংস ওই খুনের পর পরিবার নিয়ে বিহারে পালানোর ছক কষেছিল অভিযুক্ত। গোপন সূত্রে এই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। সেই মতো তাকে ধরতে তুমুল তৎপরতা চালায় পুলিশ। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। ধৃতকে দফায় দফায় জেরা তদন্তকারীদের।

আরও পড়ুন-Murshidabad News:কাকা-ভাইপোর আকচাআকচিতে অতিষ্ট বাসিন্দারা, শেষমেশ পুলিশ এসে যা পেল...

আরও পড়ুন- Suvendu-Mahua:'হিন্দু সমাজের অপমান বাংলায় চলবে না', মহুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভায় সোচ্চার শুভেন্দু

  • Sep 13, 2025 17:59 IST

    Kolkata News Live Updates: মোদীর মণিপুর সফর নিয়ে খোঁচা বিরোধীদের

    মোদীর মণিপুর সফর নিয়ে সরব বিরোধীরা। তারা অভিযোগ তুলেছে, "৮৬৪ দিনের নীরবতা ছিল একপ্রকার পরিকল্পিত। তাঁদের মতে, মণিপুর যখন হিংসার আগুনে পুড়ছিল তখন প্রধানমন্ত্রী নীরব থেকেছেন"। 
    তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখা হয়েছে, ৮৬৪ দিনের দীর্ঘ নীরবতা! এই দীর্ঘ শূন্য সময়ের মধ্যে মণিপুর সহ্য করেছে লাগাতার হত্যালীলা, সাম্প্রদায়িক বিভাজন এবং সরকারের উদাসীনতার বোঝা। অথচ দেশের 'আত্মার রক্ষক' বলে নিজেকে প্রচার করা প্রধানমন্ত্রী অবশেষে মণিপুরকে খুঁজে পেলেন মানচিত্রে, যখন মানুষ রীতিমতো হতাশার গহ্বরে তলিয়ে গেছে। গ্রাম জ্বলেছে, মানুষ রক্তাক্ত হয়েছে, অথচ নরেন্দ্র মোদীর নীরবতা পরিণত হয়েছে কার্যত এক ধরনের সহযোগিতায়। এটা নেতৃত্ব নয়, বরং ঠাণ্ডা মাথার রাজনৈতিক অঙ্ক। নির্বাচনী স্বার্থে বেছে নেওয়া সহানুভূতিকে"। ভারতের পক্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে মেনে নেওয়া সম্ভব নয়, রাজ্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর যার হুঁশ ফেরে"।



  • Sep 13, 2025 16:23 IST

    Kolkata News Live Updates: 'পাড়া সমাধান' শিবিরে মন্ত্রী

    মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত সুন্দরপুর গ্ৰাম পঞ্চায়েতের মারুট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দুপুরে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। এদিনের প্রধান অতিথি ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়।



  • Sep 13, 2025 15:05 IST

    Kolkata News Live Updates: তাজা বোমা উদ্ধার

    কাকা-ভাইপোর পারিবারিক ঝামেলার তদন্তে এসে বালতি-ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সমাসপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাসপুর এলাকায় কাকা-ভাইপোর মধ্যে পারিবারিক ঝামেলা হয়। সেই ঘটনার তদন্তে আসে ফরাক্কা থানার পুলিশ। ঠিক সেই সময় যুবকের বাড়ির পিছনে কলা গাছের নিচে একটি বালতি থেকে প্রায় ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- Murshidabad News:কাকা-ভাইপোর আকচাআকচিতে অতিষ্ট বাসিন্দারা, শেষমেশ পুলিশ এসে যা পেল...



  • Sep 13, 2025 15:05 IST

    Kolkata News Live Updates: শান্তি প্রতিষ্ঠায় বিরাট বার্তা প্রধানমন্ত্রীর

    দীর্ঘ ২ বছর পর হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শনিবার মণিপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। চুরাচাঁদপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মণিপুর মানেই সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক। শান্তিই উন্নয়নের মূল ভিত্তি।” প্রধানমন্ত্রী মণিপুরের মানুষের অদম্য মনোবলকে সম্মান জানিয়ে বলেন, “মণিপুরের এই পাহাড়সমৃদ্ধ ভূমি প্রকৃতির অমূল্য উপহার। একই সঙ্গে এটি আপনার পরিশ্রমের প্রতীক। আমি মণিপুরের মানুষের মনোবলের প্রতি স্যালুট জানাই।”

    বিস্তারিত পড়ুন- মণিপুরে উন্নয়নের জোয়ার বইয়ে দিলেন মোদী, শান্তি প্রতিষ্ঠায় বিরাট বার্তা প্রধানমন্ত্রীর



  • Sep 13, 2025 15:04 IST

    Kolkata News Live Updates: যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

    মুর্শিদাবাদের সামসেরগঞ্জে জাতীয় সড়কের ধারে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালেই জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশের জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

    বিস্তারিত পড়ুন- উত্তাল সামসেরগঞ্জ, যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার চরম চাঞ্চল্য



  • Sep 13, 2025 15:03 IST

    Kolkata News Live Updates: মণিপুরে মোদী, কটাক্ষ কংগ্রেসের

    দীর্ঘদিন ধরে জাতিগত হিংসার আগুনে পুড়ছে মণিপুর। ২০২৩ সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ২৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। প্রায় দু বছর পর,অবশেষে মণিপুর সফরে প্রধানমন্ত্রী মোদী। 

    বিস্তারিত পড়ুন- ২ বছর পর মণিপুর সফরে প্রধানমন্ত্রী, 'উন্নয়ন নয়, স্রেফ তামাশা' কটাক্ষ কংগ্রেসের



  • Sep 13, 2025 15:03 IST

    Kolkata News Live Updates: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

    বড়সড় দুর্ঘটনা থেকে কোনও মতে প্রাণে বাঁচলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে। শনিবার সকালে গান্ধীসাগর অভয়ারণ্যের কাছে একটি হট এয়ার বেলুনে ওঠেন মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ বাতাসের বেগ কমে যাওয়ায় বেলুনটি উড়তে না পেরে নীচের অংশে আগুন ধরে যায়। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার আগেই নিরাপত্তা কর্মীরা দ্রুত মুখ্যমন্ত্রীকে বের করে আনেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই।

    বিস্তারিত পড়ুন- মাঝ আকাশে বেলুনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব



  • Sep 13, 2025 15:02 IST

    Kolkata News Live Updates: নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সুশীলা কার্কি

    নেপালে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ক্ষমতার বড়সড় পরিবর্তন ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশের দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। ৭৩ বছর বয়সী অভিজ্ঞ বিচারকই এখন নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাঁকে শপথ বাক্য পাঠ করান।

    বিস্তারিত পড়ুন- কৃষক পরিবারের সন্তান থেকে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সুশীলা কার্কির জীবন কাহিনী চমকে দেবে



  • Sep 13, 2025 12:42 IST

    Kolkata News Live Updates:কঠিন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    আবারও চর্চায় রাজ্যের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার স্বার্থে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।

    বিস্তারিত পড়ুন- JU: ছাত্রী-মৃত্যুর পর শেষমেষ কঠিন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! জারি একগুচ্ছ নির্দেশিকা



  • Sep 13, 2025 12:15 IST

    Kolkata News Live Updates:৭.৪ মাত্রার তীব্র কম্পন রাশিয়ায়

    শনিবার সকালে প্রবল কম্পনে কেঁপে উঠল রাশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। প্রবল ভূমিকম্পের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জারি করা হয় সুনামির সতর্কতা। USGS জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরে এবং ভূমি থেকে প্রায় ৩৯ কিলোমিটার গভীরে।

    বিস্তারিত পড়ুন- ৭.৪ মাত্রার তীব্র কম্পন, চরম আতঙ্ক, প্রাণ বাঁচাতে ছুটোছুটি, সুনামি সতর্কতা জারি



  • Sep 13, 2025 12:14 IST

    Kolkata News Live Updates:আনন্দের সুর পরিণত হল বিষাদে

    গণেশ বিসর্জন শোভাযাত্রার সময় ঘটে গেল মর্মান্তিক দূর্ঘটনা। ভিড়ের উপর হুড়মুড়িয়ে উঠে পড়ল ট্রাক। মুহূর্তে পিষে মৃত্যু হল ৯ জনের। আহত কমপক্ষে ২০। কর্ণাটকের হাসান জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।  

    বিস্তারিত পড়ুন- আনন্দের সুর পরিণত হল বিষাদে, শোভাযাত্রার ভিড়ে হুড়মুড়িয়ে উঠে পড়ল ট্রাক, মৃত্যুমিছিলে হাহাকার



  • Sep 13, 2025 12:13 IST

    Kolkata News Live Updates:এই পুজোর পরতে পরতে লুকিয়ে ইতিহাস!

    প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজো। মুর্শিদাবাদে নবাব আলিবর্দী খাঁয়ের আমলের এই পুজো প্রাচীন সেই রীতি-নীতি, রেওয়াজ ও পরম নিষ্ঠা-ভক্তিতে সম্পন্ন হয়। মুর্শিদাবাদের কুঞ্জঘাটা রাজবাড়িতে মহারাজ নন্দকুমারের বংশধরেরা তাঁদের পূর্ব-পুরুষের সেই রীতি মেনেই আজও পরম নিষ্ঠা ভরে দুর্গাপুজো করে চলেছেন। 

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025:এই পুজোর পরতে পরতে লুকিয়ে ইতিহাস! নবাব আলিবর্দী খাঁয়ের দেওয়ানের হাতে দুর্গাপুজোর সূচনা



  • Sep 13, 2025 12:12 IST

    Kolkata News Live Updates:কাল কলকাতায় মোদী

    পুজোর আগে ফের কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সেখান থেকে রাজভবনে যাবেন প্রধানমন্ত্রী। কাল রাতে রাজভবনেই থাকবেন তিনি। পরের দিন অর্থাৎ সোমবার ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন মোদী।ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ। সেই অনুষ্ঠান শেষ করেই কলকাতা থেকেই বিহারে যাওয়ার কথা মোদীর। তবে বঙ্গে প্রধানমন্ত্রীর এই সফরের ফাঁকে রাজ্য BJP নেতৃত্বের সঙ্গে তাঁর আলাদা করে কথার কোনও কর্মসূচি আপাতত নেই।



  • Sep 13, 2025 11:34 IST

    Kolkata News Live Updates:পুজোর আগেই চালু কলকাতা-মিজোরাম ট্রেন

    এবার রেলপথে জুড়ে গেল কলকাতা-মিজোরাম। বৈরাবি-সাইরাং রেলপথ উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইরাং-কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন মণিপুর ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ আরও জোরদার করবে এবং সেই সঙ্গে উত্তর-পূর্বের পর্যটনকে উৎসাহিত করবে নয়া এই রেল প্রকল্প। 

    বিস্তারিত পড়ুন- Kolkata to Mizoram train:উত্তর-পূর্বে নয়া বিপ্লব! স্বপ্নের প্রকল্পের উদ্বোধন মোদীর, পুজোর আগেই চালু কলকাতা-মিজোরাম ট্রেন



  • Sep 13, 2025 10:09 IST

    Kolkata News Live Updates:যাত্রীদের সুবিধার্থে দুরন্ত ব্যবস্থা কলকাতা মেট্রোর!

    দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। প্রতিবার দুর্গাপুজোর কয়েকদিন যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবারও তার অন্যথা হবে না। তবে এবার পুজোর ক'দিন সুষ্ঠু পরিষেবা দেওয়াটা বিরাট চ্যালেঞ্জ মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে। কারণ কলকাতা দক্ষিণ প্রান্তের কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনটি যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বন্ধ রাখা হয়েছে। তবে এই সমস্যা এড়িয়েও দুর্গাপুজোর সময়ে সুষ্ঠু পরিষেবা দিতে দুর্দান্ত পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: পাতালপথেই পুজোর ১৬ আনা মজা নিন! যাত্রীদের সুবিধার্থে দুরন্ত ব্যবস্থা কলকাতা মেট্রোর!



  • Sep 13, 2025 09:31 IST

    Kolkata News Live Updates:আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

    সময়ের কিছুটা আগেই এই বছর বঙ্গে ঢুকেছে বর্ষা। তবে এবার সেই বর্ষার বিদায় আসন্ন। পুজোর মুখে এবার বর্ষার বিদায়ঘন্টা বেজে গেল। মৌসম ভবন জানিয়ে দিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে। আর সেটা হলে এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বর্ষার বিদায় নিয়ে মিলল বড় আপডেট!



  • Sep 13, 2025 09:04 IST

    Kolkata News Live Updates:মহুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভায় সোচ্চার শুভেন্দু

    এবার গড়ে গিয়েই মহুয়া মৈত্রকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। গতকাল কৃষ্ণনগরে প্রকাশ্য সভা থেকে সেখানকার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কড়া সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। মতুয়াদের অপমান করেছেন মহুয়া, এমনও অভিযোগ শোনা গিয়েছে BJP নেতার গলায়।

    বিস্তারিত পড়ুন- Suvendu-Mahua:'হিন্দু সমাজের অপমান বাংলায় চলবে না', মহুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভায় সোচ্চার শুভেন্দু



Bengali News Today bjp tmc modi