Advertisment

Kultali News: পণের জন্য নাবালিকা বধূকে খুন! পরিবারের অভিযোগে গ্রেফতার স্বামী

Kultali News: বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
Kultali Police Station

Kultali News: নাবালিকা গৃহবধুকে খুনের অভিযোগ

Kultali News: পণের জন্য নাবালিকা গৃহবধুকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় কুলতলি থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্যান্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ। ঘটনার তদন্তে কুলতলি থানার পুলিশ। অভিযুক্ত ইসরাফিলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আজ, মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisment

জানা গিয়েছে, বকুলতলা থানা এলাকার বাসিন্দা সুরাইয়া মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কুলতলির বাসিন্দা ইসরাফিল পিয়াদার। সুরাইয়া একাদশ শ্রেণীর ছাত্রী। ইসরাফিলের বাড়ি কুলতুলির বাড়ি পুর্ব রাধাবল্লভপুর এলাকায়। এক মাস আগে সুরাইয়া স্কুল থেকে ফেরার সময় তাকে কিডন্যাপ করে নিয়ে যায় ইসরাফিল। এমনটাই অভিযোগ পরিবারের। 

তারা মেয়ের খোঁজ শুরু করলে জানতে পারেন তাঁরা বিয়ে করেছে। মেয়ের সঙ্গে যোগাযোগ না থাকলেও লোকমুখে তাঁরা মেয়ের উপর অত্যাচারের কথা শোনেন। বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা নেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত ও অত্যাচার করা হত বলে অভিযোগ। সোমবার বিকেলে মেয়ে বিষ খেয়েছে বলে তাঁর বাবার ফোনে কেউ ফোন করে। 

আরও পড়ুন মেয়ের বীভৎস পরিণতি দেখে আঁতকে উঠলেন বাবা! নৃশংস-কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত

খবর পেয়ে প্রথমে মেয়ের শ্বশুরবাড়ি ও পরে কুলতলি ব্লক হাসপাতালে যান তাঁরা। পরিবারের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন আছে। বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Kultali Minor Girl Murder West Bengal West Bengal Police
Advertisment