Crime News: মেয়ের বীভৎস পরিণতি দেখে আঁতকে উঠলেন বাবা! নৃশংস-কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত

Hooghly News: নৃশংস এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে তৈরি হয়েছে বিশেষ দল।

Hooghly News: নৃশংস এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে তৈরি হয়েছে বিশেষ দল।

author-image
Uttam Dutta
আপডেট করা হয়েছে
New Update
Arrest,Tmc leader ashoke jha, Elephant Tusk Smuggling, elephant tusk, TMC, arrest, হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা অশোক ঝা, কলকাতার তৃণমূল নেতা গ্রেফতার

প্রতীকী ছবি।

Alleged rape and murder of a minor girl: ফের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার হুগলিতে উঠেছে এমন অভিযোগ। এক প্রতিবেশীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। 

Advertisment

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। গতকাল  সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই নাবালিকা আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন তার বাবা। খোঁজ চলে আশেপাশের বাড়িতেও। কিন্তু কোথাও ওই নাবালিকার হদিশ পায়নি পরিবার। এদিক-ওদিক ফোনেও খোঁজ-খবর নেওয়া শুরু হয়। তাতেও মেয়েটির খোঁজ না মেলায় ক্রমেই দুশ্চিন্তা গ্রাস করতে থাকে গোটা পরিবারে। 

এরই মধ্যে কিছুক্ষণ পরেই প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকার হদিশ পায় মেয়েটির বাবা। একটি কম্বলে জড়ানো রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীনভাবে মেয়েকে উদ্ধার করেন বাবা। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়ে পৌঁছোয় হাসপাতালে। প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্দে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। 

আরও পড়ুন- West Bengal News Live: ফের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার বাবার! গ্রেফতার প্রতিবেশী

Advertisment

আরও পড়ুন- TMC Meeting: উপনির্বাচনে বিরাট সাফল্য, দলে রদবদল জল্পনাও তুঙ্গে, কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে মমতা

আজ সোমবার নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া জেলা হাসপাতালে আনা হবে। অভিযুক্তকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন এবং অন্যান্য পদস্থ অফিসাররা। এই কেসের তদন্তে জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন- West Bengal Weather Update: জমাটি ঠান্ডায় সপ্তাহ শুরু, বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়, সপ্তাহান্তেই হাড়কাঁপানো শীত?

rape Hooghly Murder Hooghly Incident hooghly news crime Girl Rape