Mamata Banerjee: 'অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ দিতে যাওয়া সহ্য হচ্ছে না', ষড়যন্ত্রের অভিযোগ কুণালের

Mamata Banerjee-Kunal Ghosh: আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee-Kunal Ghosh: আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal sets record in digital transactions across the country: ডিজিটাল লেনদেনে রেকর্ড বাংলার

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Kunal Ghosh alleges conspiracy surrounding Mamata Banerjee's London visit:লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার কেলগ কলেজে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। লন্ডনে গিয়ে সেখানকার বণিক সভার সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে পারেন। তবে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর ঘিরে বিরোধীরা কটাক্ষ করেছে। এমনকী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রীকে পাঠানোই হয়নি বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামেদেরও অনেকে মুখ্যমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কটাক্ষ করেছেন। এবার বিরোধীদের জবাব দিয়ে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণালের নিশানায় বাম, অতি বাম ও বিজেপি। 

Advertisment

 এক্স হ্যান্ডলে পোস্ট করে কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীর সফর মিথ্যা প্রচারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। কুনাল এক থাণ্ডে পোস্টে লিখেছেন, "মুখ্যমন্ত্রীর লন্ডনসফর, বিশেষত অক্সফোর্ডের আমন্ত্রণে সেখানে ভাষণ দিতে যাওয়া যারা সহ্য করতে পারছে না, কুৎসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে; তাদের একাংশ এখন তাঁর লন্ডন সফর চলাকালীন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলা সম্পর্কে মিথ্যা প্রচারের ষড়যন্ত্র করছে। বাম, অতি বাম ও বিজেপির কিছু সমর্থক হাত মিলিয়ে ষড়যন্ত্রে সামিল। তাদের কিছু নিজস্ব প্রস্তুতির ইমেল হাতে এসেছে। গুটিকতক বিকৃতমস্তিষ্ক ও ভাড়াটে লোক জুটিয়ে এরা বিদেশে বাংলাকে বদনাম করতে চায়। যদি বাংলার মেয়ের বিশ্বের দরবারে উন্নয়নের মডেল তুলে ধরার সফরে কোনোরকম অসভ্যতার চেষ্টা হয়, বাংলায় তার জবাব মিলবে, ভোটে মানুষ বিরোধীদের আরও মুছে দেবেন।  মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনও সফরে যাচ্ছেন না, যেতে চান না। বহু আমন্ত্রণ থাকে। বিদেশি বিশিষ্ট প্রতিনিধিরা বাংলায় আসেন, আমন্ত্রণ করেন যেতে। দুএকটি ক্ষেত্রে সাড়া দিতেই হয়।  এই আমন্ত্রণ গর্বের। সেসময় যদি বিকৃত রাজনৈতিক লক্ষ্য নিয়ে রামবাম কিছু সমর্থক লোক ভাড়া করে, মিথ্যা রটনায় বিশৃঙ্খলা করেন, তা চরম অসৌজন্যের। মনে রাখবেন, বিদেশে চেনা পরিচিতি সবার আছে, আপনাদের নেতারাও যান, আমরাও এধরণের পরিস্থিতি করতে পারি, কিন্তু করি না। সূত্রের খবর, হাতে গোনা কিছু লোককে দিয়ে বিশৃঙ্খলার চক্রান্ত এখানকার কয়েকজন জানে। তারা এই চক্রে সামিল। বিদেশে গিয়ে থাকা পুরনো বাম, অতিবাম, তৎকাল বিজেপির কিছু লোক এতে যুক্ত। এরা অন্ধ তৃণমূলবিরোধিতা থেকে মুখ্যমন্ত্রীর সফরের সময় অশান্তি করতে চাইছে।........"

মুখ্যমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে এর আগে তুমুল কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লিখেছিলেন, "এটা ততটাই আসল খবর যতটা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ওর পিএইচডি ডিগ্রি। সত্যিটা হল মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কেলগ কলেজে, এই কলেজ হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত আরও ৩৫টি কলেজের মধ্যে একটি।২০২৩-এ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেলগ কলেজের প্রেসিডেন্ট।বলুন তো কলকাতার সিটি কলেজের অনুষ্ঠানে কেউ অংশ নিলে সেটা কী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজের সংখ্যা তো দেড়শো। কোনও একটি কলেজের অনুষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলা লোককে বোকা বানানোর কৌশল।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: বারুইপুরে 'হেনস্থা' শুভেন্দুকে, অধ্যক্ষের পদত্যাগ চেয়ে কুশপুত্তলিকা দাহ BJP-র

উল্লেখ্য, আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত কেলগ কলেজের পাশাপাশি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের একটি আলোচনা সভাতেও বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Suvendu Adhikari news of west bengal Oxford university news in west bengal CM Mamata banerjee Bengali News Today