/indian-express-bangla/media/media_files/2025/03/20/klR8iq5YGhfeD3rGnQ62.jpg)
News in West Bengal Live: রাম নবমীর দিন ইডেনে আইপিএল-এর ম্যাচ না রাখার আবেদন দিলীপ ঘোষের
West Bengal News Highlights Today 20 Mar, 2025: আগামী ৬ এপ্রিল রামনবমীর কারণে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচ পরিবর্তন করার দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) কে অনুরোধ জানাই ৬ এপ্রিল ইডেনের আইপিএল ম্যাচটির তারিখ পরিবর্তন করা হোক। সেইদিন পশ্চিমবঙ্গ ব্যাপী রাম নবমীর শোভাযাত্রা বেরোবে। সেইদিন সকল মানুষ তাতে যোগদান করবেন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। কারও সেদিন খেলা দেখতে যাওয়ার সময় হবে না এমনকি টিভি দেখারও সময় হবে না।’
কর্মরত অবস্থাতেই অফিসের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুধবার দুপুরে নিউ টাউনের ক্যান্ডর টেকস্পেসে অবস্থিত একটি অফিসের ষষ্ঠ তলা থেকে নীচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ইন্দো-আমেরিকান বহুজাতিক আইটি পরামর্শদাতা এবং আউটসোর্সিং কোম্পানিতে কর্মরত ৫০ বছর বয়সী সিনিয়র ম্যানেজার দ্বৈপায়ন ভট্টাচার্য। মৃত ব্যক্তি দক্ষিণ কলকাতার মুদিয়ালির বাসিন্দা বলে জানা গিয়েছে। বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মৃত ব্যক্তি হতাশায় ভুগছিলেন এবং তিনি বেশ কিছু ওষুধও খাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। তবে ওই ব্যক্তির মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তুলকালাম কাণ্ড কোচবিহারের দিনহাটায়। কোচবিহার দক্ষিণের BJP বিধায়ক নিখিলরঞ্জন দের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ বিজেপির। দিনহাটায় বিক্ষোভের মুখে বিধায়ক নিখিল রঞ্জন দে। বিজেপি বিধায়ককে ঘিরে ওঠে 'গো ব্যাক' স্লোগান। ২০১৬ সালের একটি মামলায় বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। আদালত থেকে বেরোতেই বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
-
Mar 20, 2025 17:35 IST
West Bengal News Live: বিয়ের ২-৩ বছর পরেও কন্যাশ্রীর আবেদন, কড়া ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন
বিয়ের দুই থেকে তিন বছর পর কন্যাশ্রীর ভুয়ো আবেদনের হদিশ পেল চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর ২ ব্লক প্রশাসন। অভিযোগ, অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন বেশ কিছু মহিলারা। সে বিষয়ে তদারকি করতে গিয়ে কন্যাশ্রী প্রকল্পের ভুয়ো আবেদনের তথ্য হাতে এসেছে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কাছে। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায় কন্যাশ্রী প্রকল্পের আবেদনের তদারকি করতে যান সংশ্লিষ্ট ব্লকের জয়েন বিডিও সোনাম ওয়াংদি লামা-সহ প্রশাসনের কর্তারা। জগন্নাথপুর হাই মাদ্রাসার বেশ কিছু আবেদনকারী ছাত্রীদের বাড়ি গিয়ে তথ্য যাচাই করার পরে বিষয়টি জানতে পারেন তাঁরা। এরপর আবেদন পত্র বাতিল করা হয়।
-
Mar 20, 2025 17:26 IST
West Bengal News Live: রাম নবমীর দিন ইডেনে আইপিএলের ম্যাচ না দেওয়ার আবেদন দিলীপের
আগামী ৬ এপ্রিল রামনবমীর কারণে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচ পরিবর্তন করার দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) কে অনুরোধ জানাই ৬ এপ্রিল ইডেনের আইপিএল ম্যাচটির তারিখ পরিবর্তন করা হোক। সেইদিন পশ্চিমবঙ্গ ব্যাপী রাম নবমীর শোভাযাত্রা বেরোবে। সেইদিন সকল মানুষ তাতে যোগদান করবেন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। কারও সেদিন খেলা দেখতে যাওয়ার সময় হবে না এমনকি টিভি দেখারও সময় হবে না।’
-
Mar 20, 2025 15:58 IST
West Bengal News Live:টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর
বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ লন্ডন সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও। ৮ দিন রাজ্যে থাকবেন না মুখ্যমন্ত্রী। তাঁর অবর্তমানে রাজ্যের প্রশাসনিক কাজকর্মের তদারকির জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাঁর অবর্তমানে রাজ্য সামলানোর 'ভার' কাদের দিয়ে যাচ্ছেন মমতা?
-
Mar 20, 2025 15:29 IST
West Bengal News Live:আরজি করের নারকীয় কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আরজি করের চার নার্সকে ডেকে পাঠিয়েছিল CBI। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্ধারিত সময়েই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিয়েছিলেন তাঁদেরই কয়েকজন। বেশ খানিকক্ষণ তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
বিস্তারিত পড়ুন- RG Kar Case: আরজি করের নারকীয় কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! CBI জিজ্ঞাসাবাদের মুখে নার্সরা
-
Mar 20, 2025 15:16 IST
West Bengal News Live:ডেথ সার্টিফিকেট পেল আরজি করের নির্যাতিতার পরিবার
অবশেষে মেয়ের ডেথ সার্টিফিকেট পেল আরজি করের নির্যাতিতার পরিবার। বহু জটিলতার জেরে এতদিনেও মেয়ের মৃত্যুর পর তাঁর ডেথ সার্টিফিকেট পাননি বাবা-মা। কলকাতা পুরসভা এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতার কারণেই মেয়ের মৃত্যুর পর তাঁর ডেথ সার্টিফিকেট তাঁরা পাচ্ছিলেন না বলে অভিযোগ করেছিলেন বাবা-মা। অবশেষে গতকাল অর্থাৎ বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব নিজে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে তাঁদের মেয়ের ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছেন।
-
Mar 20, 2025 15:03 IST
West Bengal News Live:মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবার
অন্তঃসত্ত্বা মেয়ে হঠাৎই অসুস্থ বোধ করায় তাকে নিয়ে বাইকে করে হাসপাতালে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম দেলবার তরফদার। বয়স ৩৬ বছর। তাঁর বাড়ি বনগাঁ থানার সভাইপুরে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
-
Mar 20, 2025 14:10 IST
West Bengal Nes Live:আরজি কর আন্দোলনের অগ্রণী চিকিৎসককে পাহাড়ে বদলি
শুরু থেকেই চিকিৎসক সুবর্ণ গোস্বামীর আরজি কর আন্দোলনে একটি বড়সড় ভূমিকা ছিল। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নক্কারজনক কাণ্ডের প্রতিবাদে ফি দিন সুর ছড়িয়েছেন এই চিকিৎসক। এতদিন পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমএইচ ২ পদে কর্মরত ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তবে এবার তাঁকে বদলি করা হল। সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে। ওই হাসপাতালে সুপার পদে বদলি করা হয়েছে তাঁকে।
-
Mar 20, 2025 14:06 IST
West Bengal Nes Live:ষড়যন্ত্রের অভিযোগ কুণালের
লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার কেলগ কলেজে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। লন্ডনে গিয়ে সেখানকার বণিক সভার সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে পারেন। তবে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর ঘিরে বিরোধীরা কটাক্ষ করেছে। এমনকী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রীকে পাঠানোই হয়নি বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামেদেরও অনেকে মুখ্যমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কটাক্ষ করেছেন। এবার বিরোধীদের জবাব দিয়ে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণালের নিশানায় বাম, অতি বাম ও বিজেপি।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ দিতে যাওয়া সহ্য হচ্ছে না', ষড়যন্ত্রের অভিযোগ কুণালের
-
Mar 20, 2025 13:07 IST
West Bengal Nes Live:একাই লড়বে কংগ্রেস
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। গতবার অর্থাৎ একুশের নির্বাচনে এ রাজ্যে বামেদের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল কংগ্রেস। তবে এবার আর তা হচ্ছে না। '২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে নিজেদের সংগঠনের জোরেই লড়াই করার নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কংগ্রেসের সংগঠন পাকাপোক্ত করার নির্দেশ দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা।
-
Mar 20, 2025 12:11 IST
West Bengal Nes Live:আত্মহত্যার চেষ্টা
নিউটাউনে একটি আইটি সংস্থার কর্মী এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কা জনক অবস্থায় ওই ব্যক্তি নিউটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই আইটি কর্মীর নাম দৈপায়ন ভট্টাচাৰ্য (৪০)। তিনি একটি বহুতলের ছয় তলা থেকে ঝাঁপ দেন বলে পুলিশ সূত্রে খবর। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
-
Mar 20, 2025 11:04 IST
West Bengal Nes Live:সন্দেশখালির উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর
সন্দেশখালির উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর। এবার উত্তর ২৪ পরগনার এই দীপাঞ্চলের গ্রামীণ হাসপাতালের উন্নয়নে বিপুল টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সন্দেশখালির গ্রামীণ হাসপাতালের উন্নয়নের জন্য ৮ কোটি টাকা অনুমোদন করে সেখানকার বিধায়ককে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের ডিসেম্বর মাসে সন্দেশখালিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই সেখানকার একাধিক ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
-
Mar 20, 2025 10:46 IST
West Bengal Nes Live:দেউচা পাঁচামি কয়লা খনি নিয়ে বৈঠক
দেউচা পাঁচামি কয়লা খনি নিয়ে বাইরের কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ WBPDCL কর্তৃপক্ষের। সম্প্রতি সল্টলেকের বিদ্যুৎ উন্নয়ন ভবনে দেউচা-পাঁচামি কয়লা খনি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রশাসনের কর্তাদের পাশাপাশি ওই এলাকার একাধিক আদিবাসীদের সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দেউচা-পাঁচামি নিয়ে রাজ্য সরকারের ভাবনাও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের সামনে।
বিস্তারিত পড়ুন- Deucha Pachami: দেউচা পাঁচামির ভবিষ্যৎ কী? মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে জট কাটাতে ব্যতিক্রমী উদ্যোগ
-
Mar 20, 2025 09:49 IST
West Bengal Nes Live:পুলিশের অভূতপূর্ব উদ্যোগ
আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের প্রধান কাজ। কিন্তু তার বাইরেও মানবিক দায়িত্বের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশকর্মীরা। শুধু মানুষের সুরক্ষাই নয়, এবার প্রকৃতি ও প্রাণীদের প্রতিও তাঁরা বাড়িয়ে দিয়েছেন সহানুভূতির হাত। সুন্দরবনের অদূরে অবস্থিত এই থানার চারপাশে রয়েছে অসংখ্য গাছ। এই গাছগুলিকে ঘিরেই শুরু হয়েছে এক অভূতপূর্ব উদ্যোগ। গাছের ডালে ডালে বাসা বেঁধেছে অসংখ্য পাখি। আর এই উড়ন্ত অতিথিদের যত্ন নিতে থানার পুলিশকর্মীরা হয়েছেন তাঁদের প্রকৃত বন্ধু।
বিস্তারিত পড়ুন- Unique Initiative: বেনজির! পুলিশের অভূতপূর্ব উদ্যোগে থানা চত্বর মুখরিত পাখিদের কলকাকলিতে
-
Mar 20, 2025 09:48 IST
West Bengal Nes Live: কালবৈশাখী-শিলাবৃষ্টির সম্ভাবনা
আজ থেকেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সব জেলাতেই টানা কয়েকদিন দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস হয়েছে। সব মিলিয়ে কেমন যাবে আগামী কয়েক দিন গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: বেলা গড়ালেই ম্যাজিকের মত বদলাবে আবহাওয়া, কালবৈশাখী-শিলা-বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়